ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

উপজেলা পরিষদ নির্বাচন

মাদারীপুরে চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ১ মে ২০২৪, বুধবার, ৩:৩৭ অপরাহ্ন

mzamin

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খানের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১ মে) মাদারীপুর সদর থানায় অভিযোগ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে আতহদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খানের কর্মী মানিক সরকার ও সুবদেব সর্দার কেন্দ্র খরচের সাড়ে ১৫ হাজার টাকা, ৫’শ পোস্টার ও ২ হাজার লিফলেট নিয়ে ভ্যানযোগে কলাগাছিয়া আসছিল। এসময় কেন্দুয়ার তালতলা এলাকায় পৌঁছালে অপর চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের কর্মী স্বপন হাওলাদারসহ একদল লোক তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এতে সুবদেব সর্দারের মাথায় ও মানিক সরকারের শরীরে জখম হয়। এসময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। দুপুরে মানিক সর্দার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। 
এব্যাপারে আহত মানিক সরকার বলেন, ‘আমি আসিব খানের কর্মী হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমাদের দু’জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।

বিজ্ঞাপন
আমি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্যে চেষ্টা করবো। ভূক্তভোগীর অভিযোগ তদন্ত করে আমলে নেয়া হবে।’

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status