ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পায়ে অস্ত্রোপচারের পর ভালো আছেন আনু মুহাম্মদ

স্টাফ রিপোর্টার
১ মে ২০২৪, বুধবার

তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব আনু মুহাম্মদের পায়ের ক্ষতিগ্রস্ত আঙ্গুলগুলোতে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভালো আছেন এবং এক সপ্তাহের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বলে আশা করছেন চিকিৎসকেরা। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল বলেন, আনু মুহাম্মদ ভালো আছেন। আশা করছি তিনি কোনো কিছুর সহায়তা ছাড়া এবং জুতা-মোজা পরেই হাঁটাচলা করতে পারবেন। রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা আনু মুহাম্মদের পায়ের অস্ত্রোপচার হয়। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে চারটা আঙ্গুলের হাড় বের হয়েছিল। ছোট আঙ্গুলও কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে প্রায় চার ঘণ্টা আনু মুহাম্মদের অস্ত্রোপচার করা হয়। তার উরু থেকে চামড়া নিয়ে ক্ষতটি পুনর্গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
তার বর্তমান অবস্থা ভালো, স্থিতিশীল অছেন। পাঁচদিন পর আবার ড্রেসিং করা হবে। সবকিছু ঠিক থাকলে সপ্তাহখানেক পর তিনি বাসায় যেতে পারবেন। উল্লেখ্য, গত ২১শে এপ্রিল সকালে খিলগাঁও ক্রসিংয়ে ট্রেন থেকে নামতে গিয়ে চাকায় পায়ের আঙ্গুল কাটা পড়ে অধ্যাপক আনু মুহাম্মদের। সেদিন একতা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন।  তার বাঁ পায়ের সব আঙ্গুল থেঁতলে যায়। ডান পায়ের বুড়ো আঙ্গুলও ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়। দুদিন পর তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status