ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৪, বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিজার্ভসহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এডেন মার্করামকে নতুন অধিনায়ক ঘোষণা করে চমক দেখিয়েছে দলটি। দলে ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে না থাকা আনরিখ নরকিয়া ও কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লীগ এসএ টোয়েন্টিতে দুর্দান্ত খেলা এনরিখ নরকিয়াকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আইপিএলের পারফর্মেন্সও আমলে নেয়া হয়েছে। ওটনিয়েল বার্টম্যান ও রায়ান রিকেলটন প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। রায়ান রিকেলটন এসএ টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ছিলেন দ্বিতীয় টপ স্কোরার। অন্যদিকে আইপিএলের জন্য দেশ ছাড়ার আগে ওটনিয়েল বার্টম্যান ছিলেন এসএ টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি, তিনি এই টুর্নামেন্টে ১৮ উইকেট নেন। নতুন ডাক পাওয়া ওটনিয়েল বার্টম্যান ছাড়াও দলে আছেন কাগিসো রাবাদা, জেরার্ল্ড কোয়েটজ ও লুঙ্গি এনগিডি।  ১৮ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল: এডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, বিজোর্ন ফরচুন, জেরার্ল্ড কোয়েটজ, কুইন্‌টন ডি কক, রিজা হেনড্রিকস, কেশব মহারাজ, ডেভিড মিলার, নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন ও রায়ান রিকেলটন।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status