ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

এ আর রহমানের স্টুডিওতে আসিফ

স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক’দিন আগেই লেবাননে নিজের টিমসহ শো করে ফিরেছেন তিনি। ফিরেই উড়াল দিয়েছেন মুম্বইয়ের উদ্দেশ্যে। এবারের সফরে একাধিক গান রেকর্ডিং করবেন এ তারকা। শুধু তাই নয়, অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের স্টুডিওতে গানের কাজ করছেন আসিফ। এখানে কাজ করে অন্যরকম অভিজ্ঞতা হয়েছে বলেও জানালেন তিনি। আসিফ বলেন, বাংলাদেশে পেশাদার রেকর্ডিং স্টুডিওগুলো সব বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরি হয়েছে সুউচ্চ বিল্ডিং। বাসাবাড়িতে কিংবা ছোট খুপড়ির মতো সব স্টুডিও বানিয়ে মাটি কামড়ে মিউজিক করছে মিউজিশিয়ানরা। যেখানে ইন্ডাস্ট্রি আরও বিশাল হওয়ার কথা সেখানে সংকুচিত হয়ে এসেছে আমাদের পৃথিবী।

বিজ্ঞাপন
মুম্বই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের কেএম স্টুডিওতে। স্টুডিওর ব্যাপারে বলতে গিয়ে আসিফ বলেন, কমপক্ষে পনেরো হাজার স্কয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, কী চমৎকার পরিবেশ! যারা উনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেয়া সুন্দর খোলামেলা স্কুল। উনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম। এখানে শিল্পী মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশ এসবের ধারে কাছেও নেই। রাষ্ট্রীয় কিছু উদ্যোগ থাকলেও চামচিকা আর উলু খেয়ে ফেলে সব। সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই। আস্তে আস্তে ক্ষয়ে গেছে সব প্রতিষ্ঠান। আমারো খুব একটা কিছু করার সক্ষমতা নেই। বিভক্তি বিভাজনের করাল গ্রাসে কোমায় চলে গেছে ইন্ডাস্ট্রি। সংগীতকে ভালোবেসে ফেলেছি, তাই টিকে থাকার সংগ্রামে আছি। বয়সও বেড়েছে, হৈ চৈ করতে আর ভালো লাগে না। শৌখিন এবং মৌসুমি প্রযোজকদের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি, মান নিয়ন্ত্রণ করতেই হচ্ছে। রাষ্ট্র প্লিজ একটা কিছু করুন। মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান।

 

 

 

 

 

পাঠকের মতামত

আশায় আছি আমরা যখন মুক্ত হব এদেশে অনেক বড় বড় মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। মিউজিক নিয়ে অনেক গবেষণা হবে। আমাদের গান সারা পৃথিবীতে একটা স্থান করে নিবে। অনুষ্ঠান গুলিতে হিন্দি গান বাজবে না। আমাদের গানই বাজবে। এদেশে অনেক প্রতিভাধর শিল্পী রয়েছে। ভালো ভালো সুরকার, গীতিকারদের প্রমোট করা হবে। ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই।

Tasmin
১ মে ২০২৪, বুধবার, ১২:০৫ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status