ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সিলেটে ব্যবসায়ীকে আহত করে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও এলাকায় শিবের বাজারের ব্যবসায়ী খসরু চৌধুরীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। 
গত শনিবার রাতে জালালাবাদ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার আসামি করা হয়েছে নোয়াগাঁও গ্রামের লকোছ মিয়ার ছেলে সিহাব ও ইসলাম, আলমাসের ছেলে খয়রুল, ইয়াজ আলীর ছেলে ফয়সল, নোয়াগাঁওয়ের আব্দুল হেকিমের ছেলে মোস্তাকিম। মামলার এজাহারে খসরু চৌধুরী উল্লেখ করেছেন- গত ২৪শে এপ্রিল তিনি বাজারে দুটি গরু ৪ লাখ ৩৪ হাজার টাকায় বিক্রি করেন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তিনি গরু বিক্রির টাকাসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তার ছেলে রিফাত চৌধুরী ও আরাফাত চৌধুরী। পথিমধ্যে সিহাবের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। এ সময় টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে খসরু চৌধুরী বাধা প্রদান করেন। 
একপর্যায়ে তাকে গুরুতর আহত করে হামলাকারী টাকা নিয়ে চলে যায়। এ ঘটনার পর খসরু চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই মো. সালাহউদ্দিন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। আসামি মোস্তাকিম ইতিমধ্যে জামিন নিয়েছেন।

বিজ্ঞাপন
উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status