ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ভারত সফর স্থগিত চীন যাচ্ছেন ইলন মাস্ক

মানবজমিন ডিজিটাল
৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
mzamin

চীন সফরে যাচ্ছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বেশ কয়েকজন আধিকারিকের সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। যদিও সূত্রের খবর, মাস্কের এই চীন সফর বেশ গোপন রাখা হচ্ছে। বৈদ্যুতিক গাড়ির বাজারে দ্বিতীয় বৃহত্তম টেসলা। ‘টেসলার বাধ্যবাধকতার’ কারণে ভারত সফর স্থগিত হওয়ার এক সপ্তাহ পর মাস্কের এই চীন সফর। তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার এবং ভারতীয় বাজারে প্রবেশের পরিকল্পনা ঘোষণা করার কথা ছিল। মাস্ক নিজেই এক্স হ্যান্ডেলে জানান, “দুর্ভাগ্যবশত, টেসলার প্রচুর কাজ থাকায় ভারত সফর পিছিয়ে দিতে হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষেই ভারতে যাওয়ার ইচ্ছা আছে।” মাস্কের ভারত সফর পিছিয়ে যাওয়া নিয়ে  কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “আসলে টেসলা কর্তা অতদূর থেকে আসবেন। এসে একজন বিদায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

বিজ্ঞাপন
সেটা খুব খারাপ দেখাতো।” বিষয়টি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। এদিকে শোনা যাচ্ছে, চীনে ফুল-সেলফ ড্রাইভিং (এফএসডি) সফ্টওয়্যার রোলআউট নিয়ে আলোচনা করতে এবং স্বয়ংক্রিয়  ড্রাইভিংয়ের ক্ষেত্রে অ্যালগরিদম প্রশিক্ষণের জন্য দেশে সংগৃহীত ডেটা স্থানান্তর করার অনুমোদন পাওয়ার জন্য বেইজিংয়ে সিনিয়র চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ একটি প্রশ্নের উত্তরে, মাস্ক বলেছেন যে, টেসলা ‘খুব শিগগিরই’ চীনের গ্রাহকদের জন্য ঋঁষষ-ঝবষভ উৎরারহম (ঋঝউ)  উপলব্ধ করতে পারে। উল্লেখযোগ্যভাবে, মাস্কের চীন সফর  সেভাবে জনসমক্ষে আসেনি।  
রয়টার্সের মতে, টেসলা ২০২১ সাল থেকে, চীনা নিয়ন্ত্রকদের প্রয়োজনীয়তা অনুসারে সাংহাইতে তার চীনা বহরের দ্বারা সংগৃহীত সমস্ত ডেটা সংরক্ষণ করেছে এবং কোনোটাই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করেনি। ইউএস ইভি নির্মাতা চার বছর আগে তার অটোপাইলট সফটওয়্যারের সবচেয়ে স্বায়ত্তশাসিত সংস্করণ এফএসডি চালু করেছে কিন্তু গ্রাহকরা এটি করার জন্য অনুরোধ করা সত্ত্বেও এটি এখনো চীনে উপলব্ধ নয়।  

সূত্র: এনডিটিভি

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status