ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সচিব আসেননি, চলেছে অফিস; হয়েছে আন্দোলনও

স্পোর্টস রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পিএবিএক্স সহকারী সালেহা আক্তার নাজমা বৃহস্পতিবার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এনএসসিতে কর্মরত অবস্থায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার মৃত্যুকে কেন্দ্র করে এনএসসির সচিব আমিনুল ইসলামের অপসারণ দাবি করে কর্মচারী ইউনিয়ন। গতকালও তার সচিবের অপসারণ দাবিতে আন্দোলন করেছে কর্মচারী ইউনিয়ন। কর্মচারী ইউনিয়নের আন্দোলনের কারণে গতকাল সপ্তাহের প্রথম কর্ম দিবসে ক্রীড়া পরিষদের কার্যালয়ে যাননি সচিব আমিনুল ইসলাম। আন্দোলনে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তিনি এনএসসির পরিবর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অফিস করেছেন। সেখানে মাসিক সমন্বয় সভায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিত্ব করেন। ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন গতকাল সাভার সিআরপি পরিদর্শনে গেছেন। অন্য কর্মকতাদের ছিলেন ঢাকার বাইরে তাই জাতীয় ক্রীড়া পরিষদে উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়নি। এনএসসি সচিব আমিনুল ইসলাম বৃহস্পতিবার রাতেই জাতীয় ক্রীড়া পরিষদে তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বার্তা পাঠিয়েছিলেন, রোববার তিনি আসবেন না এবং অফিস যেন তালাবদ্ধ না থাকে সবাই যেন সবার স্বাভাবিক দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন
সচিব জাতীয় ক্রীড়া পরিষদে না আসায় কর্মচারী ইউনিয়ন গতকাল কর্ম বিরতির কোনো কর্মসূচি দেয়নি। অন্য দিনের মতো স্বাভাবিক নিয়মেই অফিস চলেছে। জাতীয় ক্রীড়া পরিষদের দাপ্তরিক প্রধান যুগ্ম সচিব পদ মর্যাদার সচিব। সচিবের অনুপস্থিতিতে পরিচালক প্রশাসন দেখভাল করেন। জাতীয় ক্রীড়া পরিষদে শেখ হামিম হাসান পরিচালক প্রশাসন হিসেবে অবসর গ্রহণের পর গত প্রায় পাচ মাস এই পদশুন্য। জাতীয় ক্রীড়া পরিষদে সচিব ও চার জন পরিচালক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়ন করে। জাতীয় ক্রীড়া পরিষদে এত বড় সময় পদ শূন্য অবস্থায় থাকেনি ইতোপূর্বে। তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠন ইউনিয়ন। তারা গতকাল দিন ব্যাপী বিভিন্ন সময় সময় জাতীয় ক্রীড়া পরিষদের নিচে জড়ো হয়েছে। সচিব আমিনুল ইসলামের অপসারণের দাবিতে কখনো স্লোগান, কখনো মানববন্ধন করেছে। তবে সেটা বৃহস্পতিবারের মতো খুব বেশি জোরালো ছিল না।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status