ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

উপজেলা নির্বাচন

শিবালয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোটের  মাঠ।  নিজ দলের প্রতিপক্ষের হামলার আশঙ্কায় সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে শিবালয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের গাড়িতে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের  ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে  ঘটনাটি ঘটে। গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন বলে জানান।  গুলিবর্ষণের কোনো আলামত না পেলেও ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার। 

এ ঘটনায় রোববার বিকাল পৌনে ছয়টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন  চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান। এর আগে শনিবার রাত সাড়ে আটটার দিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। আব্দুর রহিম খান সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার রাত সাড়ে এগারটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শাকরাইল এলাকা থেকে উঠান বৈঠক শেষে বুতুনির দিকে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িটি বেজপাড়া কবরস্থানের কাছে পৌঁছালে ওত পেতে থাকা ৫-৬ জন দুর্বৃত্ত  মোটরসাইকেল নিয়ে প্রথমে তার গাড়ির গতি রোধ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে, গাড়ি লক্ষ্য করে পেছন দিক থেকে ৫-৬টি ককটেল নিক্ষেপ করলে ২টি ককটেল তার গাড়ির পেছনে লেগে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

বিজ্ঞাপন
এ সময় গাড়ির চালক কৌশলে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে নিয়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান।

 এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুর রহিম খান বলেন, সুষ্ঠু নির্বাচন প্রতিহত করার জন্য নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান করার লক্ষ্যেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। সাংবাদিকদের কাছে প্রতিপক্ষের কথা উল্লেখ করলেও কারা এ ঘটনাটি ঘটিয়েছে সেটা উল্লেখ করেননি।  এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঘটনাটি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেলের কিছু আলামত উদ্ধার করতে পারলেও গুলিবর্ষণের কোনো আলামত পাইনি। এ ঘটনায় রোববার বিকালে আব্দুর রহিম খান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। এদিকে শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ভোটের মাঠ। বিশেষ করে বর্তমান চেয়ারম্যান রেজাউর রহমান জানু ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানের দ্বন্দ্ব চরমে উঠেছে।  উল্লেখ্য, উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status