ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গরমে ডাবের দামে উত্তাপ

স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

দেশব্যাপী চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস করছে মানুষ। এমন পরিস্থিতিতে রাজধানীতে অস্বাভাবিক হারে বেড়েছে ডাবের দাম। বড় আকারের একটি ডাব কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৬০ টাকা। এ ছাড়া ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ টাকার উপরে। বিক্রেতারা বলছেন, পাইকারিতে ডাবের দাম বেড়ে যাওয়ায় তাদেরও দাম বাড়াতে হয়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ডাবের দাম চাওয়া হচ্ছে ১০০ টাকার ওপরে। বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

বিজ্ঞাপন
রাজধানীর আগারগাঁওয়ের ডাব বিক্রেতা আশরাফ উদ্দিন বলেন, পাইকারিতে ডাবের দাম অনেক বেড়েছে। ছোট-বড় মিলিয়ে ১০ হাজার টাকা দিয়ে সর্বোচ্চ ১০০টি ডাব কিনতে পারছি। এজন্য ছোট ডাব ১০০ টাকা এবং বড় ডাব ১৫০ টাকায় বিক্রি করছি। আর মাঝারি ডাব ১৩০ টাকা দিয়ে বিক্রি করছি।  রাজধানীর কাওরান বাজার দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ডাবের বাজার। সেখানেও ডাবের দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমবেশি ডাব আসলেও সেগুলো বেশি দামে কেনাবেচা হচ্ছে। সেখানে আড়তদাররা জানান, বরিশাল, ভোলা, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, যশোর ও ময়মনসিংহ থেকে ডাব আসছে। কিন্তু আঞ্চলিক ওই বাজারগুলোতেই দাম বেশি। গত দুই সপ্তাহে পাইকারিতে ডাবের দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। কাওরান বাজারের খুচরা ডাব বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, পাইকারিতে ডাবের দাম বেশি পড়েছে। ছোট বড় বেছে প্রতিটি ডাব বিক্রি করছি ১০০ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব ডাব ১০০ টাকার নিচে ছিল।এদিকে গরমে ডাবের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালের সামনে ডাব খেতে আসা মো. আরফিন বলেন, কিছুদিন আগে ৬০ টাকা দিয়ে যেই আকারের ডাব কিনেছিলাম, সেই একই আকারের ডাব আজ ১২০ টাকা দিয়ে খেলাম। গরমে আর কিছু তো সেভাবে খাওয়া যাচ্ছে না। সেজন্য দাম দিয়ে হলেও ডাব খেলাম।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status