ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

এক সপ্তাহে ৪ বার কমলো স্বর্ণের দাম

অর্থনৈতিক রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৪, রবিবার

এক সপ্তাহে ৪ বার স্বর্ণের দাম কমালো জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এর আগে গত ২৫শে এপ্রিল, ২৪শে এপ্রিল এবং ২৩শে এপ্রিল তিন দফা সোনার দাম কমানো হয়। ২৫শে এপ্রিল ভালোমানের এক ভরি সোনার দাম ৬৩০ টাকা, ২৪শে এপ্রিল দুই হাজার ৯৯ টাকা এবং ২৩শে এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা কমানো হয়। শনিবার আবারো কমানোর মাধ্যমে চার দফায় সোনার দাম ভরিতে ৬ হাজার ৪৯৭ টাকা কমলো। শনিবার ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমানো হয়েছে। এখন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৪০২ টাকা।

এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৭৪ হাজার ৮০১ টাকা।

বিজ্ঞাপন
এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রৌপ্যের দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রৌপ্যের দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ১ হাজার ২৮৩ টাকা।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status