ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

দুঃসহ পরিস্থিতি আরও পাঁচ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

গরমে প্রাণিকুলেও হাঁসফাঁস। তৃষ্ণা মেটানোর চেষ্টায় কাঠবিড়ালী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবিটি তুলেছেন জীবন আহমেদ

কমছে না দাবদাহ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। দুর্বিষহ অবস্থা নেমে এসেছে জনজীবনে। শহর থেকে গ্রাম-সর্বত্রই ভুগছে মানুষ। নিয়মিত হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। আদায় করছেন ইস্তিসকার নামাজ। দুইদিন কিছুটা কম থাকার পর তাপমাত্রার পারদ আবারো ঊর্ধ্বমুখী। তীব্র তাপপ্রবাহ ফের অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বার্তায়ও।

বিজ্ঞাপন
সংস্থাটি আবারো তিনদিনের হিট এলার্ট জারি করেছে। এনিয়ে চলতি মাসে তিন দফায় হিট এলার্ট জারি করা হয়। তবে হিট এলার্ট শেষে সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গরমের কারণে বেড়েছে ডায়রিয়াসহ নানা অসুখ। গতকালও হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে হিটস্ট্রোকে এ পর্যন্ত মৃত্যুর খবর মাত্র দুই। 

এদিকে দেশ জুড়ে তাপপ্রবাহ থাকলেও বাড়ছে না শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী রোববার থেকেই খুলছে স্কুল-কলেজ। এ ছাড়া ৪ঠা মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তীব্র গরমে বিশেষ করে খেটে খাওয়া মানুষকে ভুগতে হচ্ছে বেশি। পেটের তাগিদে বের হয়ে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে অনেককে। রাজধানীর বাংলামোটর এলাকায় আব্দুল কুদ্দুস নামে এক রিকশাচালক বলেন, গরমে কষ্ট হচ্ছে ঠিক কিন্তু পেটের তাগিদে বেরতো হতেই হয়। না বের হলে খাবো কী? গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে অজ্ঞাত এক দিনমজুর (৪৫) মারা গেছেন। গতকাল সকাল ৯টার দিকে তিনি মারা যান। এর আগে বাংলাদেশ ব্যাংকের সামনে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পারি ওই দিনমজুর গরমের কারণে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। নিহতের নাম পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের ফু্‌লবাড়ীতে হিটস্ট্রোকে মোছা. ফাতেমা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল (কৃষ্ণানন্দ-বকসী) গ্রামে নিজ বাড়িতে তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফাতেমা। পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মো. কপুর উদ্দিনের স্ত্রী। নাঙডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী জানান, ফাতেমা বেগম বাড়িতে অসুস্থ হয়েছেন, পরে তাকে রংপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া অবস্থায় তিনি রাতে মারা যান। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের  ভেতরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সোনামসজিদ স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. রুহুল আমিন। তিনি যশোর জেলার বেনাপোল পৌর এলাকার মো. কোরবান আলীর ছেলে। পানামা পোর্ট সূত্রে জানা গেছে, মৃত রহুল আমিন প্রায় দুই মাস আগে বেনাপোল থেকে বদলি হয়ে সোনামসজিদ পানামা পোর্ট লিংককে ট্রাফিক ইন্সপেক্টর পদে যোগদান করেন। গতকাল পানামার ভেতর পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মন্দিরে দায়িত্ব পালনকালে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগমারা গ্রামের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের আঙিনায় এ ঘটনা ঘটে। নিহত নিতাই চক্রবর্তী (৭০) চাঁদপুরের মতলবের মোবারকদি গ্রামের মৃত পরেশ চক্রবর্তীর ছেলে। নিহতের বড় ছেলে রনি চক্রবর্তী (৩৭) বলেন, দুপুরের খাবার খেয়ে বিশ্রাম শেষে বিকাল ৪টার দিকে বাবা বাসা থেকে মন্দিরের উদ্দেশ্যে বের হন। মন্দিরের যাবার পর তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তার বমি হয় ও নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। 

এদিকে গতকাল আরও তিনদিনের হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকালে এই সতর্কবার্তা জারি করা হয়। এর আগে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। পার্শ্ববর্তী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় বলা হয়, চুয়াডাঙ্গা ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালী জেলাসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্ত্তিভাব বিরাজমান থাকতে পারে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তিনি আরও জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।

 

পাঠকের মতামত

For this we the people of bangladesh are responsible we do not save the trees we do not save the nature so we have the punishment now

sami
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৭:১৭ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status