ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

খোঁজ মিলেছে সেই শিশুশিল্পীর

স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। সিনেমাটির প্রধান চরিত্র ‘মইন্না’র ভূমিকায় অভিনয় করেছেন শিশুশিল্পী লিয়ন আহমেদ। সোমবার রাতে সিনেমাটির পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ফেসবুকে পোস্ট দিয়ে জানান শুটিং শেষ হওয়ার পর থেকেই লিয়নকে খুঁজে পাচ্ছেন না তিনি। কারণ চার বছর আগের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ করে দিয়েছেন লিয়ন এমনকি তার বাড়িও বদল করেছে সে।

অবশেষে বুধবার (২৪শে এপ্রিল) খোঁজ মিলেছে সেই শিশুশিল্পীর। লিয়ন নিজেই সিনামাটির সহকারী পরিচালক যুবরাজ শামীমের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেছেন। জানা যায় গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করে সে। বৃহস্পতিবার লিয়নের সঙ্গে দেখা করেছেন সিনেমার নির্মাতা নূরুজ্জামান। তিনি জানান, এই চার বছরে লিয়ন বিভিন্ন এলাকায় ছিল। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছে।

আজ একটু আগেই বোর্ডবাজারে গিয়ে লিয়নের সঙ্গে দেখা করেছি। এই শিশুশিল্পীর উদ্দেশ্যে পরিচালক বলেন, লিয়ন আর অভিনয় করবে কি না, তা জানি না।

বিজ্ঞাপন
তবে আমরা ওর পাশে আছি। ওর যেকোনো কাজে আমাদের সাপোর্ট থাকবে। তার জন্য ভালো কিছু করার চেষ্টা করবো আমরা।

পাঠকের মতামত

লিয়ন আহমেদ। প্রধান চরিত্রে অভিনয় করা মানে সে একজন প্রতিভাবান শিশু। নিশ্চয় দারিদ্রের কারনেই আজ রাজমিস্ত্রির পেশা বেছে নিতে হয়েছে তাকে! যখন তার থাকার কথা বিদ্যালয়ে। এই হল আপনাদের পাশে থাকার নমুনা!??

মোহাম্মদ আলী রিফাই
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৩:১০ অপরাহ্ন

লিয়নের বর্তমান ছবিসহ জীবনের হালচালের গল্প পাঠকবৃন্দ আশা করতেই পারে যেন শিশুপ্রতিভা তার দারিদ্রতা কেড়ে না নেয়।

Emdadul Haque
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:৪৬ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status