ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

রোববারই খুলছে স্কুল-কলেজ

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

আগামী রোববার থেকেই খুলছে স্কুল-কলেজ। এছাড়া আগামী ৪ঠা মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার  উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৮শে রোববার হতে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাহিরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে।

এতে আরও বলা হয়, দাবদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।উল্লেখ্য, এর আগে গত ২০শে এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল থেকে কলেজ পর্যন্ত এক সপ্তাহ ছুটি ষোষণা করা হয়।
 

পাঠকের মতামত

বড় বড় চেয়ারে সব রাম ছাগলেরা এসি রুমে বসে সিদ্ধান্ত নিলে , তাদের মাথা থেকে এর চেয়ে ভাল কিছু আসা করা যায় না। গত সপ্তাহেই বরং সামনের সপ্তাহ থেকে তাপ কম ছিল। অথচ সামনের সপ্তাহ থেকেই স্কুল খুলে দিল। পুরাই উল্টা সিদ্ধান্ত। অন্তত আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছি না ।

Selim Reza
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:৫১ অপরাহ্ন

প্রাপ্তবয়স্করা সাপ্তাহে পাঁচ দিন অফিস করে ক্লান্ত, তাই দুইদিন ছুটি। আর এখানে কোমলমতি বাচ্চাদের সপ্তাহে ছয় দিন ক্লাস করতে হবে,একদিন ছুটি। তাদের কি কোন ক্লান্তি নেই!!!

Alif Alamgir
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১:২৫ অপরাহ্ন

বাহ বাহ ......... তারপর কি ?

সুতা কাটা ঘুড়ি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১৩ অপরাহ্ন

এরাই শিক্ষিত মুর্খ!

জনি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৩:১৯ অপরাহ্ন

কয়দিন জোরপূর্বক খোলা রাখতে পারে সেটায় দেখার বিষয়। অন্তত আমি আমার সন্তানকে স্কুলে পাঠাচ্ছি না।

অন্তরা আক্তার
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪০ অপরাহ্ন

সিদ্ধান্ত সঠিক হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলেছে তাপমাত্রা বাড়বে আর উনারা স্কুল খুলে বসে আছেন।

মোঃ ইউনুস
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৯ অপরাহ্ন

তাপ প্রবাহ চলছে এখন কি ভাবে স্কুল কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নিচ্ছে কতৃপক্ষ হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, ছাত্র ছাত্রী গরমের কারণে মৃত্যু হলে এর দায় কে নিবে।

মিলন আজাদ
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:২৬ অপরাহ্ন

মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা শীতাতোপ নিয়ন্ত্রিত কক্ষে বসে এই সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারেন কারণ তাদের গায়ে তো আর গরমের তাপ লাগছেনা।। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসে এই সভা করে সিদ্ধান্ত নিতে তাহলে বুঝত এই তাপদাহে ক্লাস করা কতটা দূরহ ব্যাপার।।

মোঃ আনিসুর রহমান
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৯:০৪ অপরাহ্ন

সরকার স্কুল খুলবে বলেছে যখন খুলবেই। শ্রেণী কার্যক্রম সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত করার দাবী করছি।

Md. Obaidur Rahman
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৫ অপরাহ্ন

হিট এলার্ট এর জন্য স্কুল কলেজ বন্ধ রাখা হলো যাতে বাচ্ছারা স্কুলে যাওয়া আসার পথে,রাস্তায় জ্যামে আটকে থাকা গাড়ীতে,বা স্কুল কলেজের শ্রেণী কক্ষে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক না করে। যেখানে আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ এখনি না কমার আগাম তথ্য জানিয়েছে সেখানে কেনো এখনি স্কুল খোলার প্রয়োজনীয়তা পড়লো? করোনার সময় কি আমরা অনলাইনে ক্লাস করাই নি? এখন স্কুল কলেজে কোমলমতি শিশুরা যদি অসুস্থ হয়ে সাস্থ্য জটিলতায় পড়ে এর দায় ভার কে নেবে? আসলে আমাদের সমস্যা হলো গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আমরা রাম ছাগল বসিয়ে রেখেছি তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না।

সৈয়দ মো এনামুল হক
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪১ অপরাহ্ন

না এখনই স্কুল খোলার সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। কোমল বাচ্চারা হৈ হুল্লোর করবেই,তাই নিরাপত্তার চিন্তা করে এখনই স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া ঠিক হবেনা।

Faiz Ahmed
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:০২ অপরাহ্ন

খেলা চলছে খেলা চলতেই থাকবে। কিন্তু এই খেলারও একদিন শেষ দেখবে মানুষ শুধু একটু অপেক্ষা!

গর্জন
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৯ অপরাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status