ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বিশ্লেষণ: আকার এবং স্থান বিবেচনায় ইসরাইলের আক্রমণ খুবই নগণ্য

ফ্রাঙ্ক গার্ডনার, নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা, বিবিসি
২০ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

ইরানের গত শনিবারের ড্রোন এবং মিসাইল হামলার জবাব যে দেবে এটা আগেই স্পষ্ট করেছিল ইসরাইল। সেই জবাব তারা দিয়েছে বলেই মনে হচ্ছে। যদি সত্যিই এটা ইসরাইলের জবাবের শুরু এবং এটাই শেষ হয়ে থাকে, তাহলে বলতে হবে হামলার আকার বা স্থান বিবেচনায় এই জবাব খুবই সামান্য। ইস্পাহানের শুক্রবারের সকালটা আর দশটা সকালের মতোই ছিল। সপ্তাহজুড়ে ইসরাইলে পশ্চিমা মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং বৃটেন, দেশটির সরকারকে তাগিদ দিয়ে আসছিল যেন ইরানি হামলার জবাবে বড় ধরনের পাল্টা হামলা চালানো না হয়।  যদিও ইরানের সেই হামলা রীতিমতো চাঞ্চল্যকর, কিন্তু সেটাও আসলে ছিল একটা প্রতিশোধ। ১লা এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরাইল। এতে দু’জন শীর্ষ রেভ্যুলুশনারি গার্ডের সামরিক কমান্ডারসহ ১৩ জন নিহত হন। পুরোপুরি মাটিতে ধসে যায় কন্স্যুলেট ভবনটি। তখন থেকেই ক্ষোভে ফুঁসছিল ইরান।

 তারা প্রকাশ্যে এর প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়।

বিজ্ঞাপন
ফলে ১৩ই এপ্রিল ইসরাইলে আক্রমণ করে ইরান। ব্যবহার করে কমপক্ষে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইসরাইলের দাবি, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে ভূপাতিত করেছে ওইসব ড্রোন বা ক্ষেপণাস্ত্র। তারপর থেকে ইসরাইল অগ্নিশর্মা হয়ে ওঠে। তারাও পাল্টা জবাব দেয়ার জন্য মুখিয়ে ওঠে। যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ দফায় দফায় বৈঠক করতে থাকে। তা থেকে ইরানের বিরুদ্ধে কঠোর আক্রমণ চালানোর জন্য চাপ সৃষ্টি করা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। অন্যদিকে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ থেকে এমন হামলা না চালানোর জন্য চাপ আসে। সব পক্ষকে সংযত থাকতে আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ প্রমুখ। তবে তাদের বেশির ভাগই ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে অবস্থান ব্যক্ত করেন। এমন প্রেক্ষাপটে গতকাল ওই হামলার খবর আসে। এখন পরিস্থিতি কোনদিকে গড়াবে সেটা দু’টো বিষয়ের ওপর নির্ভর করে: ইসরাইলের হামলা এখানেই শেষ কিনা এবং ইরান পাল্টা হামলার সিদ্ধান্ত  নেয় কিনা।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status