ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

চট্টগ্রামে অনুপ্রেরণা সাকিব

স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

সাকিব আল হাসান মাঠে প্রবেশ করতেই সবাই তাকে জানালেন সংবর্ধনা। কেউবা হাত মিলিয়ে কেউবা জড়িয়ে ধরে। কোচ অধিনায়ক টিম মিটিংয়ের সময় স্বাগত জানালেন করতালি দিয়ে। এই টেস্টে খেলার কথা ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে ছুটি ভেঙে ফিরেছেন টাইগার শিবিরে। বলার অপেক্ষা রাখে না দলের জন্য অনুপ্রেরণা হয়েই তিনি ফেরেন। শ্রীলঙ্কার সঙ্গে ৩২৮ রানে হার। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ছিল বাংলাদেশ দলের জন্য বিভীষিকাময়। দুই ইনিংসে টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে আউট হয়েছে ২’শর নিচে। অন্যদিকে লঙ্কানদের দুই ইনিংসে আসে জোড়া সেঞ্চুরি।

বিজ্ঞাপন
এক কথায় ব্যাটিং-বোলিং সব বিভাগে বিপর্যয়। তার উপর হারের পর তীব্র সমালোচনা। তবে নয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে তাই দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জ মাঠের চেয়ে দলের অভ্যন্তরে বেশি। দলকে মোটিভেশন করাই এখন অধিনায়কের বড় কাজ। তবে সাকিব যোগ দেয়াতে শান্তর জন্য কাজটা হয়তো আরও সহজ হবে। অন্যদিকে চট্টগ্রামে যাওয়ার আগে সকালেই অধিনায়ক শান্তর জন্য সাকিব দিয়েছে এগিয়ে যাওয়ার বার্তা। জানিয়েছেন সবার সমর্থন পেলে শান্ত অসাধারণ অধিনায়ক হয়ে উঠবে। তিনি বলেন, ‘শান্তর অধিনায়কত্বের খুবই প্রাথমিক পর্যায় এখন। আমি নিশ্চিত, বিসিবি ওকে লম্বা সময়ের কথা চিন্তা করেই (দায়িত্ব) দিয়েছে। ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে, যেটা ওকে সাহায্য করবে আরও বেড়ে উঠতে। আমার ধারণা, সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন নেতা হবে।’ 

অন্যদিকে শান্তর সামনে চ্যালেঞ্জ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোও। বলার অপেক্ষা রাখে না সিরিজ হারের শঙ্কা নিয়ে মাঠে নামবে দল। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২৫ টেস্টে একমাত্র জয় এসেছে ২০১৭-তে। সাফল্য বলতে সেবারই সিরিজ ড্র। ধারণা করা হচ্ছিল এবার শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে ইতিহাস বদলাবে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই মিলেছে বাজে হার। সাকিব মনে করেন লঙ্কার বিপক্ষে জেতা উচিত। তিনি বলেন, ‘আশা তো সব সময় করি, আমরা জিতবো। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি। এই ফরম্যাটটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’

চট্টগ্রাম টেস্ট দিয়ে প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। টেস্ট ক্রিকেটে তিনি সবশেষ খেলেছেন গত বছরের এপ্রিলে। এই সিরিজের কোনো ম্যাচই অবশ্য খেলার কথা ছিল না তার। বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছিলেন, পুরো সিরিজেই তাকে পাবে না বাংলাদেশ। তার উপর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সাকিবকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে শান্তকে। তাই এই ম্যাচে তাকে পাওয়ার কোনো আশাই ছিল না দলের। তবে হঠাৎ করেই দল থেকে ছিটকে পড়েন টেস্ট স্কোয়াডে থাকা একমাত্র সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম। ইনজুরির কারণে গোটা সিরিজেই তার খেলা হবে না।  কোনো অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার ছাড়াই শান্তরা টেস্টে লঙ্কার মুখোমুখি হয়। তবে শেষ ম্যাচে সাকিব ফেরাতে দলের শক্তিটাও বাড়বে দারুণ ভাবে। গতকাল রূপায়ণ সিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। সকালে রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এক অনুষ্ঠানের মাধ্যমে রূপায়ণ সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। সেখান থেকেই তিনি দুপুরে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেন অনুশীলনে। টেস্ট  দলে যোগ দেয়ার আগে সাকিব ঢাকা প্রিমিয়ার লীগে খেলছিলেন। শেখ জামালের হয়ে খেলা তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ৫৩ রানের পর আঁটসাঁট বোলিংয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। টেস্টে ফেরার প্রস্তুতিটা মূলত প্রিমিয়ার লীগের এই তিন ম্যাচ দিয়েই নিতে হয়েছে তাকে। মূলত ব্যক্তিগত কোনো লক্ষ্য নয়, দেশের হয়ে খেলাটাই গর্ব বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় না, ক্রিকেট যতদিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জন নিয়ে আমার কোনো চিন্তা ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা কিংবা প্রতিনিধিত্ব করতে পারা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একই সঙ্গে গর্বিত।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status