ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পাকিস্তানের কোচ হওয়ার গুঞ্জনের মধ্যে অ্যাডিলেডের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

পাকিস্তানের কোচ হচ্ছেন, এমন গুঞ্জনের মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জেসন গিলেস্পি। রাজ্যদল সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কোচের পদ থেকে আগামী জুনে সরে দাঁড়াবেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। ২০২০-২১ মৌসুম সামনে রেখে পূর্ণ মেয়াদে সাউথ অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন গিলেস্পি। অ্যাডিলেড স্ট্রাইকার্সের দায়িত্বে অবশ্য ছিলেন ২০১৫-১৬ মৌসুম থেকেই। ২০১৭-১৮ মৌসুমে বিগ ব্যাশের শিরোপা জেতে অ্যাডিলেড, প্লে–অফে খেলে আরও চারবার।
২০২৪-২৫ মৌসুম পর্যন্ত চুক্তি থাকলেও গিলেস্পি সরে দাঁড়াচ্ছেন হতাশাজনক এক মৌসুমের পর। ছয় দলের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়া হয়েছে পঞ্চম। অ্যাডিলেড অবশ্য বিগ ব্যাশের প্লে–অফে গিয়েছিল। পার্থ স্কর্চার্সের বিপক্ষে নকআউট জিতলেও চ্যালেঞ্জার ম্যাচে ব্রিসবেন হিটের কাছে হারে তারা। পরে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হয় ব্রিসবেনই।
এদিকে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের পরবর্তী কোচ হিসেবে গিলেস্পির দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা আছে। শেন ওয়াটসন, মাইক হেসন ও ড্যারেন স্যামি এরই মধ্যে প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

বিজ্ঞাপন
পাকিস্তানের রাডারে আছেন গ্যারি কারস্টেন ও লুক রনকিও। দুজনই নাকি সিদ্ধান্ত নিতে আরেকটু সময় চেয়েছেন।
তবে সংবাদমাধ্যমটির দাবি, পিসিবি কোচিং স্টাফের কোনো এক পদে দায়িত্ব নেওয়ার ব্যাপারে গিলেস্পির সঙ্গে আলোচনা করছে। আগামী সপ্তাহের মধ্যে কোচদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সাউথ অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার ঘোষণায় গিলেস্পি বলেছেন, ‘সামনে এগোনোর পথে ক্রিকেটে নতুন সুযোগ নিতে এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমি রোমাঞ্চিত।’ অস্ট্রেলিয়ার হয়ে ১৬৯টি ম্যাচে ৪০২টি উইকেট নেওয়া গিলেস্পি ঘরোয়া ক্রিকেটে বেশ নামী কোচ। ২০১১ সালে আইপিএলের দলে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালনের পর ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের দায়িত্ব নিয়েছিলেন। তাদের ডিভিশন টু থেকে তুলে এনে পরপর দুবার চ্যাম্পিয়ন বানান। ২০১৬ মৌসুমের শেষে ইয়র্কশায়ারের দায়িত্ব ছেড়ে দেন। ২০১৮ সালে আরেকটি কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিয়েছিলেন গিলেস্পি।
মাঝে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সম্ভাব্য প্রধান কোচ হিসেবেও এসেছিল বাংলাদেশের বিপক্ষে টেস্টে নাইটওয়াচম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির জন্য স্মরণীয় গিলেস্পি। কাজ করেছেন পাপুয়া নিউগিনির কোচ হিসেবেও।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status