ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

অবসর নিয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

বয়সটাকে সংখ্যার হিসাবে আটকে রেখেছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সেও ছড়াচ্ছেন পুরনো দ্যুতি। তবুও বয়স বাড়ায় স্বাভাবিকভাবে অবসর নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। সম্প্রতি অ্যারাবিয়ান মিডিয়া কোম্পানি এমবিসির সাক্ষাৎকারে রিটায়ারম্যান্ট নিয়ে মেসি বলেন, ‘দলকে যখন সাহায্য করতে পারব না, তখন সিদ্ধান্ত নেব।’ 

২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি। এরপর গত জুনে পিএসজি ছেড়ে যোগ দেন এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে। নিয়মিত খেলছেন জাতীয় দলের হয়েও। দেখাচ্ছেন ফর্ম। ছন্দময় মেসি এমবিসির ‘বিগ টাইম’ পডকাস্টে বলেন, ‘সত্যি বলতে অবসর নিয়ে আমি এখনও ভাবিনি। এরপর কী হবে, সেটা না ভেবে প্রতিটি দিন আর মুহূর্ত ধরে উপভোগের চেষ্টা করি।’ 

মেসি বলেন, ‘বিষয়গুলো এখনো আমার কাছে পরিষ্কার নয়। আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার আশা আমার, যেটা আমি পছন্দ করি।

বিজ্ঞাপন
যখন সময় আসবে, তখন নিশ্চিতভাবেই কী আমাকে পূর্ণতা এনে দেবে, কী পছন্দ করি এবং নতুন ভূমিকা কী হবে, সেটা আমি খুঁজে নেবো।’ 

কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোরি অধীনে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাও তিনি। দুর্দান্ত মেসি জানালেন, যখন দলের হয়ে অবদান রাখতে পারবেন না, তখনই তুলে রাখবেন বুটজোড়া। মেসি বলেন, ‘সেই (অবসরের) মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না...।’ 

মেসি বলেন, ‘আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি, কখন আমি কখন ভালো বা খারাপ থাকি। কখন ভালো খেলি, কখন বাজে খেলি... এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি সেটা কীভাবে করতে হয়।’
কাতার বিশ্বকাপের আগে শোনা যায়, ওয়ার্ল্ডকাপেই তৈরি হবে লিওনেল মেসির বিদায়ের মঞ্চ। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর পাল্টে যায় দৃশ্য। চ্যাম্পিয়ন হয়ে মেসি জানান, ফুটবলটাকে আরো কিছুদিন উপভোগ করতে চান। মেসি বলেন, ‘কাতার বিশ্বকাপে সবকিছু যদি ঠিকঠাক না চলতো, তাহলে আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াতাম।’ 

মেসি বলেন, ‘খেলাধুলার দিক থেকে ক্যারিয়ারে সবকিছু অর্জন এবং স্বপ্নপূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।’ 

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। জুনে কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন আর্জেন্টিনা অধিনায়ক।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status