ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতা উচিত: সাকিব

স্পোর্টস রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

২০২৩ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। লম্বা বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে ফেরার আগে সাকিব বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতা উচিত। 

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। ছুটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরছেন তিনি। আজ সকালে রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশার কথা জানান সাকিব। তিনি বলেন, ‘আশা তো সব সময় করি, আমরা জিতব। কিন্তু টেস্ট ক্রিকেটে সবসময়ই আমরা স্ট্রাগল করেছি। এই ফরম্যাটটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ভালো করা উচিত এবং টেস্ট ম্যাচ জেতা উচিত।’ 

আগামী ৩০শে মার্চ শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। তার আগে আজ জাতীয় দলে যোগ দেয়ার কথা সাকিবের।

বিজ্ঞাপন
টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে সাকিব বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। মনে হয় না ক্রিকেট যতদিন খেলেছি, কোনো ব্যক্তিগত লক্ষ্য বা অর্জনের দিকে আমার চোখ ছিল। সবসময় চেষ্টা করেছি, দলের জন্য কীভাবে অবদান রাখা যায়। দেশের হয়ে পারফর্ম করতে পারা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় গর্বের একটা বিষয়। স্বাভাবিকভাবেই টেস্ট দলে ফিরতে পেরে আমি আনন্দিত, একইসঙ্গে গর্বিত।’ 

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবেই খেলেছিলেন সাকিব। এবার নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবেন দেশসেরা এই ক্রিকেটার। শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এত দ্রুত কিছু বলা যায় না। আমি নিশ্চিত বিসিবি ওকে লম্বা সময়ের কথা ভেবেই নিয়েছে। ওর শুরুটা ভালো হয়েছে। কিছু ফলাফল ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। সবার সমর্থন থাকলে শান্ত অসাধারণ একজন অধিনায়ক হবে।’ 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status