ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ডি মারিয়াকে হত্যার হুমকিদাতারা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

mzamin

নিজ জন্মস্থান রোজারিও শহরে হত্যার হুমকি পেয়েছিলেন আনহেল ডি মারিয়া। সেই হুমকিদাতাদের গ্রেপ্তার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ডি মারিয়া রোজারিওতে ফিরলে তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালে ফুটবল ক্যারিয়ার শুরু করেন আনহেল ডি মারিয়া। নিজের প্রথম ক্লাবেই ক্যারিয়ারের ইতি টানতে চান এই মিডফিল্ডার। সম্প্রতি এমন ইচ্ছার কথা জানান ডি মারিয়া। এরপরই দুর্বৃত্তদের কাছ থেকে হত্যার হুমকি পান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, হুমকিদাতাদের গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং তদন্ত ও অপরাধীদের তথ্য সংগ্রহে পুলিশের বিশেষায়িত ইউনিট পিডিআই। আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ জানিয়েছেন, এই হুমকি দেয়ার মূল হোতার নাম পাবলো আকোত্তো। মাদক চোরাচালানের ব্যাপারে তার বিরুদ্ধে তদন্ত চলছে। হুমকি দেয়ায় তাকে সহযোগিতা করেছেন সারা বেলেন গুতিরেজ ও গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরে।

বিজ্ঞাপন
পাবলো আকোত্তো হুমকি দেয়ার কথা স্বীকার করেছেন। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, নিজ নিজ বাসা থেকে পালানোর সময় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।  

রোজারিওর আবাসিক একটি এলাকায় ডি মারিয়ার বাড়ি। সেই এলাকাতেই গত সোমবার ভোরে হুমকি-সম্বলিত কাগজ ছুড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সোমবার রাত আড়াইটায় অপরাধীরা গাড়িতে করে ফুনেল হিলস মিরাফ্লোরেস কান্ট্রি হাউসের সামনে হুমকিবার্তা ফেলে যায়। একটি ধূসর গাড়ি থেকে ছুড়ে ফেলা সেই কাগজে ডি মারিয়ার পরিবারের উদ্দেশে লেখা ছিল, তিনি যদি রোজারিও শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারো-ও ডি মারিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। হুমকি বার্তাটি সরাসরি তুলে ধরেছিল আর্জেন্টাইন দৈনিক ইনফোবে, ‘তোমাদের ছেলে আনহেলকে (ডি মারিয়া) বলো রোজারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারো-ও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’ 

গত বছর লিওনেল মেসিকেও হর্তার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। আর্জেন্টিনা অধিনায়কের স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলার পর তারা হুমকি বার্তায় লিখেছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’ মেসি-ডি মারিয়াদের জন্মস্থান রোজারিও শহরটির কুখ্যাতি আছে মাদক সংক্রান্ত সহিংসতার জন্য।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status