বিনোদন

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

২৯ এপ্রিল ২০১৭, শনিবার, ৮:৪৩ পূর্বাহ্ন

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে এবার মরণোত্তর সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে ব্যান্ড ‘লাল সবুজের দল’। বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ বিকাল ৫টায় বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এ সম্মাননা দেয়া হবে। চাষী নজরুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা নেবেন তার স্ত্রী জোসনা কাজী। আরো অনেক চলচ্চিত্র শিল্পী ও কণ্ঠশিল্পীদের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু প্রমুখ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর চাষী নজরুল ইসলামই প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে এই চলচ্চিত্র মুক্তি দেয়ার মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুল ইসলাম আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘দেবদাস’, ‘শুভদা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শাস্তি’, ‘সুভা’সহ অসংখ্য দর্শকপ্রিয় ও কালজয়ী ছবি উপহার দিয়েছেন। ২০১৫ সালের ১১ই জানুয়ারি না ফেরার দেশে চলে যান একুশে পদক জয়ী এই গুণী নির্মাতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status