বিনোদন

জন্মদিনে ফারুক

স্টাফ রিপোর্টার

১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ৭:৫৩ পূর্বাহ্ন

চিত্রনায়ক ফারুকের জন্মদিন আজ। তবে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদ্‌যাপন করেননি এ অভিনেতা। ছোটবেলা থেকেই তার জন্মদিন বিশেষভাবে উদ্‌যাপিত হতো না। কারণ মাত্র আট বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন। এরপর থেকেই যেন ফারুক জীবন সংগ্রামে পড়ে যান। তাই জন্মদিন নিয়ে কখনোই তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। আজ জন্মদিনে দুটি স্যাটেলাইট চ্যানেলে তিনি দুটি ভিন্ন অনুষ্ঠানে হাজির হবেন। একটি বৈশাখী টিভির ‘আলাপ’ এবং অন্যটি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’। এ প্রসঙ্গে ফারুক বলেন, আমার জন্মদিনে দুটি চ্যানেলের নিমন্ত্রণে আমি ঠিকই দুটি অনুষ্ঠানে যাচ্ছি। কিন্তু জন্মদিন নিয়ে আমার মাঝে তেমন কোনো বিশেষ অনুভূতি নেই। কারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে খুব আদর করতেন। আর আগস্টেই আমরা তাকে নির্মমভাবে হারিয়েছি। সেই শোক আজো ভোলার নয়। তাই তার শোকেই কাটে এই মাসটি। এ কারণে নিজের জন্মদিন নিয়ে কোনোই আগ্রহ থাকে না। বিশেষ করে এটা বলতে চাই, আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী কতটা কষ্ট বুকে চেপে রেখে আমার দেশের সাধারণ মানুষের কথা ভাবেন তা অনুধাবণ করতে পারি। এটা সবাই অনুধাবন করতে পারে না। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর দিন কয়েক আগে ফারুক অভিনীত প্রথম ছবি ‘জলছবি’ মুক্তি পায়। তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখি’, ‘নয়নমণি’, ‘মাটির মায়া’, ‘সারেং বউ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগর দোলা’, ‘ছোট মা’, ‘কথা দিলাম’, ‘দোস্তী’, ‘ সূর্য সংগ্রাম’, ‘হাসু আমার হাসু’, ‘সুদ আসল’, ‘সাহেব’, ‘শিমুল পারুল’, ‘বন্ধু আমার’, ‘ঝিনুক মালা’, ‘পরীস্থান’ ইত্যাদি। আজ জন্মদিনে ফারুক দুটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়া বাকিটা সময় পরিবারের সঙ্গেই কাটাবেন। 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status