দেশ বিদেশ

মাওলানা মুহিউদ্দীন খান আর নেই

স্টাফ রিপোর্টার

২৬ জুন ২০১৬, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ ও মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান আর নেই। গতকাল ইফতার পূর্ব সময়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্র জানায়, মাওলানা মুহিউদ্দীন খান দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তীব্র শ্বাসকষ্টের কারণে কয়েকদিন আগে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। নাক ও মুখে নল ঢুকিয়ে কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার বিকালে জ্ঞান ফিরলেও তীব্র যন্ত্রণায় হাসপাতালের বিছানায় তিনি ছটফট করেন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে ইফতারির আগমুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন। আজ বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ নেওয়া হবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিজ বাড়িতে। সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মাওলানা মুহিউদ্দীন খান বাংলা ১৩৪২ সালের ৭ বৈশাখ ময়মনসিংহের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
 তিনি উপমহাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন, রাবেতা আলম আল ইসলামীর সন্মানিত সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। এদিকে মাওলানা মহিউদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। শোকবার্তায় তিনি বলেন, মাওলানা মহিউদ্দিন খান ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম এবং একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। একজন সাংবাদিক হিসেবে তিনি মত প্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি তাঁর লেখনি এবং রাজনৈতিক বক্তব্যে বহুমাত্রিক গণতন্ত্রের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। সরকারের রক্তচক্ষু তাকে তার নীতি ও কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। এই মূহুর্তে দেশের চরম সংকটকালে পৃথিবী থেকে তাঁর চিরবিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। শোকবার্তায় তিনি মরহুম মাওলানা মহিউদ্দিন খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আলাদা শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম মাওলানা মহিউদ্দিন খানের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম শোক প্রকাশ করেছেন।

 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status