বাংলারজমিন

গাজীপুর সরকারি স্কুল ফল বিপর্যয়

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৩ মে ২০১৬, শুক্রবার, ৯:০৭ পূর্বাহ্ন

গাজীপুর জেলার ৪৩টি স্কুল থেকে এবার শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও সে তালিকায় নেই শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ও সরকারি স্কুল। এবার জেলার ৩২১টি বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪২৭ জন শিক্ষার্থী। সেখানেও পিছিয়ে আছে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সরকারি দুটি স্কুল- রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুল দুটির ফলাফল খারাপ হওয়ায় অভিভাবকরা হতাশ হয়েছেন। সরকারি ওই স্কুল দুটি থেকে শতভাগ পাস না করায় এবং রানী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল চরম বিপর্যয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হতাশা প্রকাশ করেছেন স্কুল দুটির অভিভাবক জেলা প্রশাসক এসএম আলম নিজেও। তিনি স্কুলটির ফলাফল বিপর্যয়ের বিষয়ে বলেন, শতভাগ মেধা যাচাইয়ের মাধ্যমে ছাত্র ভর্তির পরও শিক্ষকদের অদক্ষতা, গাফিলতি, পাঠদানে অমনোযোগিতা, ঢাকা থেকে এসে ক্লাস করানো এসব কারণেই ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। এই বিদ্যালয় দুটির লেখাপড়ার মান নিয়ে নানা প্রশ্ন আছে আগে থেকেই। ফলাফলে জিপিএ-৫ পেয়েছে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল থেকে ২৮২ জন। এছাড়া জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫৩, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে ১১৯, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে ১০০, কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল থেকে ৯৭, আনসার-ভিডিপি হাইস্কুল থেকে ৮৮, এমইএইচ আরিফ কলেজ থেকে ৭০ জন ও রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ৮৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ছেলেদের অভিভাকবদের কাছে নগর ও জেলার সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীগণকে ভর্তি করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের দুপাশে ভাওয়াল রাজাদের আমলে প্রতিষ্ঠিত রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মূল অভিভাবকও হলেন জেলা প্রশাসক। এই স্কুল থেকে এবার মাত্র ৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। অথচ মাত্র কয়েক বছর আগেও বোর্ডের শীর্ষ দশের তালিকায় স্থান হতো এই স্কুলটির। ২০১৪ সালে জেলা শহরের ঐতিহ্যবাহী রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এসএসসির ফলাফলে শহরের সেরা প্রতিষ্ঠান হয়েছিল। সেবার জিপিএ-৫ পায় ১৫০ জন। এদিকে জেলার শতভাগ পরীক্ষার্থী পাস করা বিদ্যালয়গুলো হলো ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল রাজেন্দ্রপুর, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাইস্কুল, ধীরাশ্রম গার্লস হাইস্কুল, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, গাজীপুর রেসিডেন্সি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, ইকবাল সিদ্দিকী হাইস্কুল, বিওএফ হাইস্কুল, দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন হাইস্কুল, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল, লিংকন কলেজ, ওহাব আইডিয়াল পাবলিক স্কুল, ইজ্জতপুর হাইস্কুল, বাউনি গার্লস হাইস্কুল, অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি, আলহাজ মোসলেম উদ্দিন হাইস্কুল, আবেদ আলী গার্লস হাইস্কুল, খিরাটি একে হাইস্কুল, মৌচাক স্কাউট হাইস্কুল, মালেক চৌধুরী মেমোরিয়াল গার্লস হাইস্কুল, এমইএইচ আরিফ হাইস্কুল, তুমুলিয়া বয়েজ হাইস্কুল, দক্ষিণ রাজনগর হাইস্কুল, জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুল, চাপাইর বিডি হাইস্কুল, গোলাম নবী হাইস্কুল, গোসাত্রা ড. জলিলুর হাইস্কুল, বিজয় সরণি হাইস্কুল, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল, ত্রিমোহনী বিডি ইসলামিয়া হাইস্কুল, পাবুর গার্লস হাইস্কুল, ফুলবাড়িয়া আদর্শ হাইস্কুল, মর্নিং সান হাইস্কুল, বাঘিয়া মমিন উদ্দিন সরকার একাডেমি, বৌ ল্যাবরেটরি হাইস্কুল, গাছা হাইস্কুল, কলমেশ্বর রোকেয়া সরণি গার্লস হাইস্কুল, জাঠালিয়া মজিদ চালা হাইস্কুল, কড়িহাতা হাইস্কুল, রামপুর হাইস্কুল, আক্তার বানু হাইস্কুল, মজিদ হাইস্কুল ও এক্সিল্যান্ট হাইস্কুল।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status