বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদ

স্টাফ রিপোর্টার

৬ মে ২০১৬, শুক্রবার, ৮:৪৫ পূর্বাহ্ন

রবীন্দ্র সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা-২০১৬ আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী তপন মাহমুদ। চ্যানেল আই ভবন চত্বরে ৮ই মে, ২৫শে বৈশাখ অনুষ্ঠিত হবে এ মেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এদিন মেলা চলাকালীন এই দুই গুণীজনকে সম্মাননা দেয়া হবে। এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রমেলা উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলার বিস্তারিত জানাতে এবি ব্যাংক-চ্যানেল আই গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে
চ্যানেল আই কার্যালয়ে। এতে বক্তব্য রাখেন চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবীন্দ্রমেলার প্রধান উপদেষ্টা বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন। এ সময় সম্মাননাপ্রাপ্ত দুই গুণী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ১১ বছরে পদার্পণ করছে রবীন্দ্রমেলা। এবারের মেলায় নতুন নতুন অনেক কিছু থাকছে। এই মেলাকে কেন্দ্র করে তিন দিনব্যাপী রবীন্দ্রকেন্দ্রিক নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছে চ্যানেল আই। সম্মাননায় ভূষিত আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ব্যক্তিত্ব, অনুভূতি ও স্বপ্নের ব্যাপার হয়ে আছেন রবীন্দ্রনাথ। এর বদৌলতে যে সম্মাননা পাওয়া যাবে কখনও ভাবিনি। চ্যানেল আই’র উদ্যোগে রবীন্দ্রমেলায় এই সম্মাননা পেয়ে ভালো লাগছে। রবীন্দ্রসংগীতে সম্মাননাপ্রাপ্ত অপর গুণীজন তপন মাহমুদ বলেন, ৪৭ বছর ধরে রবীন্দ্রসংগীত চর্চা করে আসছি। এজন্য যে সম্মানিত হবো ভাবতেও পারিনি। মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক  সাজ্জাদ হোসেন বলেন, রবীন্দ্রমেলার এমন একটি আয়োজনে যুক্ত থাকতে পেরে এবি ব্যাংক পরিবার গর্বিত। ভবিষ্যতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মেলার আয়োজন সম্পর্কে চ্যানেল আই’র অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টা থেকে মেলা শুরু হয়ে চলবে একটানা রাত ৮টা পর্যন্ত। এবার মেলায় নতুনত্ব থাকবে। চ্যানেল আই চত্বরে খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, রবীন্দ্রবিষয়ক ছবি আঁকা ইত্যাদি। মূলত রবীন্দ্রনাথের বহুমুখী চিন্তার প্রকাশ ঘটবে এ মেলায়। মেলায় আরও থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status