বাংলারজমিন

গৌরনদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ৮:৩৭ অপরাহ্ন

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের হাতে গত শুক্রবার ৫০২ পিস ইয়াবাসহ  বিশ্বজিৎ বণিক (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশ্বজিৎ অত্র অঞ্চলের একজন কুখ্যাত মাদক সম্রাট। গৌরনদী, মুলাদী ও কালকিনি থানার একটি বিশাল এলাকাজুড়ে রয়েছে তার একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক। তার নামে গৌরনদী ও মুলাদী থানায় দায়েরকৃত একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি সে জেলহাজত থেকে জামিনে ছাড়া পেয়েছিল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার সজল আকনের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে একটি প্যাকেট ভর্তি ৫০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মাদক সম্রাট বিশ্বজিৎ বণিক-এর বাড়ি পার্শ্ববর্তী মুলাদী উপজেলার তেরচর চর গ্রামে। সে ওই গ্রামের নারায়ণ চন্দ্র বণিকের ছেলে। মাদক সম্রাট বিশ্বজিৎ বণিককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানার এস আই মো. কামাল হোসেন বাদী হয়ে ওই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিশ্বজিৎকে গতকাল দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। তার বিরুদ্ধে গৌরনদী ও মুলাদী থানায় একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status