বাংলারজমিন

গাংনীতে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৯:২৯ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে নিলামে ক্রয়কৃত জমি দখলের চেষ্টাকারীদের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন জিয়ারুল ইসলাম নামের এক জমির মালিক। জমির মালিক জিয়ারুল ইসলাম গাংনী পৌর এলাকার ফতাইপুর গ্রামের আজিজুল হকের ছেলে। গতকাল সকাল ১১টার দিকে গাংনী পৌর এলাকার ফতাইপুরস্থ নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জিয়ারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জিয়ারুল ইসলাম জমির প্রকৃত মালিক দাবি করে লিখিত বক্তব্যে বলেন, গাংনী মৌজার ৬৬৯নং খতিয়ানভুক্ত আর,এস ১০৫নং দাগসহ অন্যান্য দাগে ০.১৫০০ একর জমি ফতাইপুর গ্রামের আজিজুল হকের দুই ছেলে আব্দুর রাজ্জাক ও জাকির হোসেন ২০০৪ সালের ৮ই এপ্রিল ২৯৭৪নং দলিলের মাধ্যমে জমি ক্রয় করেন। ওই জমির কাগজপত্র জমা দিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের গাংনী শাখা হতে ৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন ফতাইপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী পারুলা খাতুন, তার দুই ছেলে আব্দুর রাজ্জাক, জাকির হোসেন এবং তারা ঋণ খেলাপি হন। ব্যাংক বারবার নোটিশ দিলেও তা পরিশোধে ব্যর্থ হন। কৃষি ব্যাংকের গাংনী শাখা ২০১৩ সালের ৬ ও ৮ই ফেব্রুয়ারি এবং ২০১৪ সালের ১৯শে জানুয়ারি স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ওই জমি ক্রয় করার জন্য আমি জিয়ারুল ইসলামসহ ২ জন অংশগ্রহণ করি। ওই সময় গাংনী উপজেলার সর্বোচ্চ করদাতা বিবেচনায় ০.২১৭৫ একর জমির মূল্য ৯ লাখ ৭৪ হাজার টাকা নির্ধারণ করে কৃষি ব্যাংকের গাংনী শাখা গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৫ সালের ২রা এপ্রিল ২৫১৭ বিক্রয় কবলা দলিলমূলে আমার অনুকূলে জমি রেজিস্ট্রি করা হয়। সর্বমোট ০.২১৭৫ একর জমির মধ্যে ০.১৫০০ একর জমির উপর বাড়ি নির্মাণ করে ভোগ-দখল করছি। নিয়মিত খাজনা পরিশোধও করে আসছি। চলতি বছরের ১৭ই নভেম্বর ৭৭৫৭/২১নং দলিলের জমি গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রহমানের কাছ থেকে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পূর্বপাড়ার সামসের মোল্লার ছেলে রফিকুল ইসলাম ক্রয় করেছেন বলে দাবি করেন। গত ২১শে ডিসেম্বর রফিকুল ইসলাম ও তার স্ত্রী সনচিতা ইসলাম ওরফে মর্জিনা জোরপূর্বক আমার বাড়ি দখল করতে আসেন। পরে আমার নামীয় মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেন। রফিকুল ইসলাম নামে নতুন মিটার স্থাপন করেন। পরবর্তীতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে রফিকুল ইসলাম নামের মিটার সংযোগ বাতিল করে পুনরায় আমার নামীয় মিটার সংযোগ প্রদান করে। বর্তমান রফিকুল ইসলাম আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছেন। বর্তমান আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে ২৫শে ডিসেম্বর গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status