বাংলারজমিন

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জু

খুলনা বিএনপি’র কমিটি পুনর্বিবেচনার দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সদ্য ঘোষিত খুলনা জেলা ও নগর বিএনপি প্যারাসুট দিয়ে চাপিয়ে দেয়া আখ্যায়িত করে তার পুনর্বিবেচনা করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিতর্কিত ও সুবিধাবাদী নেতৃত্ব রাজনীতি সংস্কৃতির বিরোধী। যারা নয়া নেতৃত্ব সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা তথ্য দিয়েছেন খুলনার বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসীরা প্রত্যাখ্যান করেছেন। গতকাল বেলা ১২টায় প্রেস ক্লাবের নতুন হলে বিএনপি খুলনার ব্যানারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গত বৃহস্পতিবার নয়া কমিটি ঘোষণা হওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্যে মুখ খুললেন। সাংবাদিক সম্মেলনে নতুন হলের কানায় কানায় পূর্ণ ছিল থানা, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সমর্থকরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে নজরুল ইসলাম মঞ্জুকে অনুপ্রাণিত করেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতা মঞ্জু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েছেন। তিনি এতে ব্যথিত। এই প্রক্রিয়ায় কমিটি আশা করেননি। কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চলের খুনি, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীরা। গত ৪ বছরে অঙ্গ সংগঠনের প্রক্রিয়া শুরু হলেও তা ছিল অসম্পূর্ণ। ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ছিনতাইকারীরা ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন। তিনি বলেছেন, এ কমিটিতে বিএনপি’র সমর্থকদের অসম্মান ও অমর্যাদা করা হয়েছে। ১৬ বছরের জেলা পর্যায়ে বিএনপি’র শক্তিশালী ভিত গড়তে পারেননি তারা নগরের নেতৃত্বে এসেছেন। এ নেতৃত্বকে তিনি অযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এ সময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নগর কমিটির সাবেক উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, সদর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল খান কালাম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপু, দৌলতপুর থানা শাখা কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, খানজাহান আলী থানা শাখার সভাপতি মীর কায়সেদ আলী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির প্রতিনিধি এডভোকেট এম বজলুর রহমান, এস আর ফারুক ও গোলাম মাওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status