বাংলারজমিন

আদালত নির্দেশ দিলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২১ নভেম্বর ২০২১, রবিবার, ৮:২২ অপরাহ্ন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বিএনপি’র অনেক আইনজীবী আছেন তারা আদালতে দ্বারস্থ হতে পারেন। দেশের আইন সবার জন্য সমান, আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত যদি নির্দেশনা দেয় সরকার একশত বার বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে, কিন্তু আইন তা পারমিট করে না। উনার অসুস্থতাকে নিয়ে বিএনপি রাজনীতি করছেন। বেগম জিয়ার মুক্তি অথবা চিকিৎসা চায় না বিএনপি। বিএনপি বরং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। শনিবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নবগঠিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ডাকে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৫ হাজার নেতাকর্মীর এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও শহীদ উল্যাহ খান সোহেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের এমপি আয়েশা ফেরদৌস আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও ৩ বারের এমপি দ্বীপবন্ধু আলহাজ মোহাম্মদ আলী। নির্বাচনে দলের প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করা নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলার শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে আগামী দিনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। বিকালে ২য় অধিবেশনে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, নেতৃবৃন্দকে আগামী এপ্রিলের মধ্যে সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করতে হবে। ভাই লীগ, বোন লীগ, পুত্র লীগ ও ব্যক্তি লীগের নামে কোনো স্লোগান আওয়ামী লীগে চলবে না। স্লোগান হবে একটি, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নামে।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে গণ-অনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠন। গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এ আন্দোলন-কর্মসূচি। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপি’র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, কাওছার জামান বাবলা, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুসহ অন্যরা।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। গতকাল সকালে নগরীর মালোপাড়া ভুবনমোহন পার্ক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। গণ-অনশন কর্মসূচিতে অংশ নেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক এমপি এডভোকেট নাদিম মোস্তফাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status