বাংলারজমিন

বড়লেখার বর্ণি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, ৭:৪১ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। এ সময় তারা বর্ণি-দাসের বাজার সড়কের ফকিরবাজার এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগও করেছেন। আসন্ন ইউপি নির্বাচনে বর্ণি ইউনিয়নে বিএনপি-জামায়াত পরিবারের এক সদস্যকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে অভিযোগ তুলে গত বুধবার রাত ৯ টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন। একইসঙ্গে তারা জোবায়ের হোসেনের প্রার্থিতা বাতিল করে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিতকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। জানা গেছে, তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মুহিত, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমদ ও সাধারণ সমপাদক জোবায়ের হোসেন দলের মনোনয়ন চেয়ে আবেদন করেন। ২৫শে অক্টোবর কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করে। এতে বর্ণি ইউনিয়নে জোবায়ের হোসেন দলের মনোনয়ন পান। এ খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশ। এর প্রতিবাদে গত বুধবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিতের বাড়িতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমানের সঞ্চালনায় মনোনয়নবঞ্চিত নেতা আব্দুল মুহিত ছাড়াও বক্তব্য দেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুন নূর, সদস্য আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও রেজাউল করিম প্রমুখ। তারা বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুল মুহিত দলের একজন ত্যাগী নেতা। কেন্দ্রে পাঠানো তালিকায় মুহিতের নাম থাকলেও কালো টাকার বিনিময়ে তাকে বাদ দিয়ে জোবায়ের হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। যিনি মনোনয়ন পেয়েছেন; তিনি বিএনপি-জামায়াত পরিবারের সদস্য। তার এক ভাই ইউনিয়ন বিএনপি’র নেতা। তাকে দলীয় মনোনয়ন দেয়ায় আমরা হতাশ, ক্ষুব্ধ, বিস্মিত। আমরা অবিলম্বে বিএনপি-জামায়াত পরিবারের ওই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে ত্যাগী নেতা মুহিতকে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি। আশা করি আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন।’  
এ বিষয়ে দলীয় মনোনয়ন পাওয়া জোবায়ের হোসেন মুঠোফোনে বলেন, ‘১২ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি দলীয় ফরম কিনে জমা দিয়েছি। কেন্দ্র আমাকে মনোনয়ন দিয়েছে। এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বর্ণিতে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।’ এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর মুঠোফোনে বলেন, ‘জোবায়ের হোসেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কেন্দ্র থেকে তাকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা ঠিক হয়নি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status