খেলা

সাকিবপত্মীর ‘স্ট্যাটাস’, নানা আলোচনা

স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকছে বাংলাদেশ। টাইগারদের বাজে পারফরম্যান্সে বইছে সমালোচনার ঝড়। ভক্ত-সমর্থকদের ব্যাঙ্গাত্মক মন্তব্যের বাণে বিদ্ধ হচ্ছেন মাহমুদুল্লাহ-সাকিবরা। দলের বেহাল দশায় সিনিয়র ক্রিকেটারদের দোষ দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবমিলিয়ে অশান্তিকর পরিবেশ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। এমন অবস্থায় তপ্ত তেলে পানির ছিটা দিলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে শিশির ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, সেবারের সঙ্গে এই বিশ্বকাপ দলের ব্যর্থতার তুলনা করে সাকিব পত্মী লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিততে পারিনি; যখন আমাদের গতিতারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে? কৌতুহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!’
স্ট্যাটাসটির মাধ্যমে শিশির আসলে কাদের ইঙ্গিত করলেন? ‘সেরা ওপেনিং জুটি’ এবং ‘গতি তারকা’ ব্যবহার করে কী বোঝাতে চাইলেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এটা স্পষ্ট যে, স্ট্যাটাসটি মাধ্যমে শিশির আসলে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ওপেনার তামিম ইকবালকেই ইঙ্গিত করেছেন। আর নেটিজেনদের কেউ কেউ মনে করছেন, শিশির নয়; সাকিব নিজেই এই স্ট্যাটাস লিখেছেন। জিসান রেহমান নামের একজন শিশিরের পোস্টটিতে মন্তব্য করেন, ‘সাকিব ভাই নিজের আইডি থেকে পোস্ট করুন।’ নোমান চিশতি নামের একজন লিখেছেন, ‘এতো ভালো আলোচনা আপনার (শিশির) জানার কথা না। নিশ্চয়ই এই লেখায় সাকিবের হাত আছে।’
২০১৯ বিশ্বকাপের গোটা আসরে বাংলাদেশের গতিতারকা মাশরাফি ৩৬১ রান দিয়ে উইকেট নিয়েছিলেন মাত্র ১টি। অপরদিকে সেবার সাকিবের শিকার ১১ উইকেট।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৮ ইনিংস খেলে রান করেছিলেন ২৩৫। যেখানে সাকিবের রান ছিল ৬০৬।
চলতি আসরেও দারুণ ছন্দে সাকিব। ৫ ম্যাচে ৯৫ রান দিয়ে সাকিবের শিকার ১১ উইকেট। ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ৫ ম্যাচে সংগ্রহ করেন ১২২ রান। দারুণ ছন্দে থাকায় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডারের মর্যাদা ফিরে পেয়েছেন সাকিব। আর টাইগার অলরাউন্ডার সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের পরেই তার স্ত্রীর এমন উত্তাপ ছড়ানো স্ট্যাটাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status