বাংলারজমিন

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় সিটি মেয়রসহ নেতৃবৃন্দকে জড়ানোর চেষ্টার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৭ অক্টোবর ২০২১, বুধবার, ৮:৩৫ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ ভাংচুরের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দকে জড়ানোর জন্য ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি গণমাধ্যম ও কুচক্রী মহল তাদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার বিকালে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, আবদুস সালাম মাসুক, ভিপি জসিম উদ্দিন, আবুল হোসেন, নজরুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর বলেন, সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে বিএনপি দলীয় মেয়র মনিরুল হক সাক্কুসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল পূজামণ্ডপের ঘটনাকে পুঁজি করে গণমাধ্যমে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ঘটনাকে অতি নিন্দনীয় ও ন্যক্কারজনক আখ্যা দিয়ে জড়িত প্রকৃত দোষী যে বা যারাই হোক তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে এ ঘটনার পর সিটি মেয়র সাক্কুর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবুকে আইনশঙ্খলা বাহিনী আটক করেছে বলে নগরীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এছাড়া তার বাড়িতেও ঝুলছে তালা। পরিবারও লাপাত্তা। মঙ্গলবার বিকাল পর্যন্ত তাকে আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। বিকালে সংবাদ সম্মেলনেও বিএনপি নেতৃবৃন্দ বাবুকে আটক, কিংবা তার অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে কোনো তথ্য দিতে পারেনি। এদিকে কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনার পর মনিরুল হক সাক্কু পবিত্র ওমরাহ্‌ পালনের জন্য সৌদি আরব যান।

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status