এক্সক্লুসিভ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও পিপিই পার্ক পরিদর্শন করলেন বৃটিশ হাইকমিশনার

অর্থনৈতিক রিপোর্টার

২৫ অক্টোবর ২০২১, সোমবার, ৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন করেন। প্রতিনিধিদলে ছিলেন বৃটিশ হাইকমিশনারের স্ত্রী মিসেস তেরেসা আলবর, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ প্রধান ডেরেক গ্রিফিথস, বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনের শাসন ও রাজনৈতিক দলের প্রধান টম বার্জ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বেক্সিমকো গ্রুপের ডিরেক্টর ও বেক্সিমকো টেক্সটাইল, অ্যাপারেলস ও পিপিই ডিভিশনের সিইও সৈয়দ নাভেদ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সকালে বৃটিশ প্রতিনিধিদল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছলে নাভেদ বেক্সিমকো গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেক্সিমকো শিল্প পার্কে প্রতিনিধিদলকে স্বাগত জানান। বৃটিশ প্রতিনিধিদল বেক্সিমকো পিপিই পার্কের অভ্যন্তরে আধুনিক পিপিই উৎপাদন সুবিধা ও একই প্রাঙ্গণে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্স ইন্টারটেক ল্যাব পরিদর্শন করেন। প্রতিনিধিদলের কাছে বেক্সিমকো পিপিই টিম স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য হাসপাতাল গ্রেড গাউন, কভারঅল, সার্জিক্যাল মাস্ক, রেসপিরেটর এবং নন-ওভেন কাপড় তৈরির অত্যাধুনিক উৎপাদন সুবিধা তুলে ধরেন। বৃটিশ দল বেক্সিমকো পিপিই পার্কে উচ্চমানের পিপিই উৎপাদন ও পরীক্ষার জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনকালে বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে সময়োপযোগী অত্যাধুনিক কারখানা স্থাপনের জন্য বেক্সিমকোকে ধন্যবাদ জানান এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমানের পিপিই উপকরণ প্রাপ্যতার গুরুত্বের ওপর জোর দেন। আন্তর্জাতিক মান অর্জন ও সমুন্নত রেখে পিপিই উৎপাদনে বেক্সিমকোকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। বিশ্বমানের পিপিই কেন্দ্র স্থাপনে অবিচ্ছিন্ন সহযোগিতা প্রদানের জন্য বৃটিশ হাইকমিশনার ও তার দলকে বেক্সিমকো গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানান সৈয়দ নাভেদ হোসেন। বেক্সিমকো পিপিই পার্ক পরিদর্শন শেষে বৃটিশ প্রতিনিধিদল বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অভ্যন্তরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় টেকসই ওয়াশিং প্ল্যান্ট এবং বেক্সিমকো সিরামিক প্ল্যান্ট ও অত্যাধুনিক উৎপাদন সুবিধা পরিদর্শন করেন। দলটি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তাদের মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। বেক্সিমকোতে দিনব্যাপী সফর শেষে বৃটিশ প্রতিনিধিদল বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status