বাংলারজমিন

আটোয়ারীতে ৫ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২১, রবিবার, ৮:২০ অপরাহ্ন

দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তরা হলেন- ১নং মির্জাপুর ইউনিয়নে  বর্তমান চেয়ারম্যান ও মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওমর আলী, ২নং তোড়িয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম, ৩নং আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মে. মোজাক্কারুল আলম কচি, ৪নং রাধানগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু জাহেদ এবং ৬নং ধামোর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের দুলাল। বৃহস্পতিবার (২১শে অক্টোবর) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলের চুড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন- স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় মনোনয়ন প্রাপ্তরা নৌকা প্রতীক নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তৃতীয় ধাপের এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২রা নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৪ঠা নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ই নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ই নভেম্বর এবং ২৮শে নভেম্বর ভোটগ্রহণ হবে। উল্লেখ্য,  ভোটার তালিকা পুনর্বিন্যাস জটিলতার কারণে ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ৫নং বলরামপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ওই ইউনিয়নে সর্বশেষ ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status