বাংলারজমিন

সিলেটে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ অক্টোবর ২০২১, রবিবার, ৮:১৮ অপরাহ্ন

প্রায় দেড় দশক পর সিলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের। গত শুক্রবার রাতে আনুষ্ঠানিভাবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এই পার্কের উদ্বোধন করেন। এর আগে গত ২৫শে সেপ্টেম্বর পার্কটির পরীক্ষামূলক যাত্রা শুরুর পর সেটির কোনো রাইডেই তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। ছোটখাটো যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিসিক সূত্র। পার্কটিতে বেশকিছু আধুনিক রাইড সংযুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নাগরদোলা, রোলার কোস্টার, ফরূট ফ্লাইং চেয়ার, ম্যাজিক প্যারাস্যুট, মনোরেল, ভিজিটিং ট্রেন, রেলগাড়ি, পাইরেট শিপ, স্নিপার, সিসরাইড, বোট, টুইস্টার, বাম্পার কার, ফ্যারসেল, জাম্পিং ফ্রগ ইত্যাদি। ২০০৬ সালে সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এম সাইফুর রহমান ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উদ্যোগে পার্কটির নির্মাণ কাজ শুরু হয়। প্রাথমিক কিছু কাজ করার পর বিএনপি সরকার বিদায় নেয়। বন্ধ হয়ে যায় কাজ। ২০১৩ সালে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হলে পার্কটির কাজ আবারো শুরু হয়। আমদানি করা হয় বিভিন্ন রাইড। খোঁজ নিয়ে জানা যায়, এ উপলক্ষে দক্ষিণ সুরমা রীতিমতো উৎসবমুখর ছিল। সব মিলিয়ে পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। গত শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্যানেল মেয়র-১ ও স্থানীয় কাউন্সিলর তৌফিক বখস লিপনসহ সিলেট সিটি করপোরেশনের অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status