বাংলারজমিন

নড়াইল শহরে দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন গাড়ি ভাঙচুর

নড়াইল প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৪০ অপরাহ্ন

নড়াইল শহরের মধ্যে দিয়ে ফোরলেন রাস্তা বাস্তবায়নের পক্ষে বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে নড়াইলের রূপগঞ্জ চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারিদের একটি পক্ষ নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক মে. ওয়াহিদুজ্জামানের পাজেরো গাড়ী ভাঙচুর করে। রাস্তা করতে ১৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এই ফোরলেন রাস্তা করতে গেলে নড়াইল পৌরসভার ৪টি সুপার মার্কেট ভাঙা পড়বে। এতে প্রায় ৪ শতাধিক দোকান ঘরের মালিকসহ কর্মচারীরা বেকার হয়ে পড়বে। যার ফলে দোকান মালিক কর্মচারীরা ফোরলেনের বিপক্ষে মানববন্ধন করছে। অপর দিকে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজার পক্ষে নড়াইল শহরকে যানজট মুক্ত করার জন্য ফোরলেনের পক্ষে মানববন্ধন করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উভয় গ্রুপ মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে একদল দুস্কৃতকারি জেলা যুবলীগের আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামানের পাজেরো গাড়ী ভাঙচুর করে। এসময় জেলা পুলিশ প্রশাসন  ও জেলা প্রশাসন উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেন। এ সময় আইনশৃংখলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই নড়াইলের রূপগঞ্জ চৌরাস্তায় থমথমে পরিবেশ ছিল। পুলিশের সতর্ক অবস্থার জন্য কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সড়কে চলাচলকারীদের ভোগান্তীতে পড়তে হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status