বাংলারজমিন

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৩৯ অপরাহ্ন

কুমিল্লার হোমনা পৌরসভার চৌরাস্তা মোড়ে মৃত লাক মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চার ইয়াবা ও গাঁজাসেবীকে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
গত রোববার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকসেবীদের কাছ থেকে গুঁড়া করা ইয়াবা, এক প্যাকেট সিগারেট, কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
দণ্ডিতরা হলো- হোমনা চৌরাস্তা এলাকার লাক মিয়ার ছেলে মো. আল আমিন (২৬), উত্তর পাড়ার আশাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), পৌর এলাকার হরিপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে মো. রেজাউল করিম (২০)। সঙ্গে ছিলেন পুলিশের উপ-পরিদর্শক মো. শামীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমন দে বলেন, ইয়াবা ও গাঁজা সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। সেখান থেকে গুঁড়া করা ইয়াবা, গাঁজাসহ চার মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ’ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status