বাংলারজমিন

জগন্নাথপুরে জোরপূর্বক মাটি কেটে সড়ক দখলের অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৮:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি  সড়কের মাটি জোরপূর্বক কেটে সড়কটি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এলাকাবাসী লিখিত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা নুরবালা গ্রামের বাসিন্দারা লাউতলা পশ্চিম গাংপাড় যাতায়াত সড়ক হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে। ২০০৬, ২০১৮ ও ২০২১ সালে সরকারি অনুদানে সড়কের মাটি ভরাট কাজ শেষ হয়। পরে এলজিইডির  ইনভেন্টরিতে সড়কটি নথিভুক্ত হয়। গত ২১শে সেপ্টেম্বর একই গ্রামের  যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে একই গ্রামের জুনেল মিয়া, দিলু মিয়াসহ ১৫/২০ জন জোরপূর্বক মাটি কেটে সড়কের ব্যাপক ক্ষতিসাধন করে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status