শেষের পাতা

ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত ২

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ৮:১৮ অপরাহ্ন

ফাইল ছবি

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন জামালপুর পৌর শহরের ইকবালপুরের ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০)। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর। আহত ব্যক্তি হলেন- ইসলামপুর উপজেলার মাঝপাড়ার এলাকার হিরু মিয়ার ছেলে রুবেল (২২)। আহত রবেল মিয়া জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করে জামালপুরের পেয়ারপুর স্টেশনে পৌঁছলে ভেতরের যাত্রীরা ছাদ থেকে রক্ত গড়িয়ে পড়ায় বুঝতে পারে যে ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আহসানুল হক সজীব  জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে জামালপুর রেল স্টেশনে ট্রেন থেকে নামিয়ে নিহত ২ জন ও আহত রুবেল মিয়াকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত রুবেল মিয়ার বরাত দিয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি সোহেল রানা জানান, ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে কয়েকজন ছিনতাইকারী ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে উঠে। ছাদে থাকা তিন যাত্রীর কাছ থেকে মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা প্রথমে দু’জনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ও পরে রুবেল মিয়াকেও ছুরিকাঘাত করে। ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে ঢোকার আগেই কেওয়াটখালী ওভার ব্রিজের কাছে মোবাইল ফোন ও নগদ টাকা-পয়সা নিয়ে ছিনতাইকারীরা নেমে পড়ে। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status