বাংলারজমিন

মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৮:৪৩ অপরাহ্ন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও রাজনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযানে গতকাল রাজনগর উপজেলার মুন্সিবাজার, সিলেট রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ-মাংসের দোকান, ফার্মেসিসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য-পণ্য ও ওষুধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে খাদ্য-পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-পণ্য সংরক্ষণ ও তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারের সুমন হোটেলকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স ফাইভ স্টার ফার্মেসিকে ২ হাজার টাকা, সিলেট রোডের মৌমিতা ফার্মেসিকে ৫০০ টাকা, মৌলভীবাজার রোডের তালুকদার খাদ্য ভাণ্ডারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status