বাংলারজমিন

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ৭:৫৯ অপরাহ্ন

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় জামিন পেয়েছেন  বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) মো. হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তার জামিন আবেদন মঞ্জুর করেন। হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী এডভোকেট কাজী এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে ও বয়স বিবেচনায় বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮শে ডিসেম্বর ভোলা জেলার লালমোহন থানার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, মামলার ২ নম্বর আসামি মো. বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়। পরে ঘটনার প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন ফরিদুল হক। বর্তমানে মামলাটি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status