বাংলারজমিন

দর্শনা সীমান্ত দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ৮:০৮ অপরাহ্ন

দীর্ঘ দেড় বছর পর চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী নাগরিকদের বাংলাদেশ-ভারত যাতায়াত শুরু হয়েছে। গতকাল সকাল থেকে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে পাসপোর্টধারীদের যাতায়াত শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে ১১৭ জন যাতায়াত করেছেন।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল আলিম জানান, সকাল থেকে সব ধরনের প্রস্তুতি থাকলেও সকাল ৮টার দিকে যাত্রীদের আসা-যাওয়া শুরু হয়। প্রথমদিন বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ-ভারতে ১১৮ যাত্রী যাওয়া-আসা করেছেন। এর মধ্যে ভারত থেকে এসেছেন ৮৩ জন এবং বাংলাদেশ থেকে গিয়েছেন ৩৫ জন। তিনি জানান, বাংলাদেশ-ভারত গমনাগমনের জন্য পূর্বের মতো হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হচ্ছে না। তবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া আরটি-পিসিআর ল্যাবের করোনা নেগেটিভ সনদ সঙ্গে থাকতে হবে। প্রসঙ্গত, করোনা মহামারির জন্য গত বছরের ১৪ই মার্চ থেকে দর্শনা চেকপোস্টের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ফলে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ গমনাগমন বন্ধ ছিল। চলতি বছল ১৭ই মে থেকে ভারতে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে নিতে উদ্যোগ নেয়া সরকার।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status