বাংলারজমিন

মৌলভীবাজারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের পরিদর্শন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৮:৫১ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম মৌলভীবাজার জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। গতকাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন- করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শ্রেণি কার্যক্রম শুরু হওয়া প্রাইমারি স্কুলের শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক- নির্দেশনা প্রদান করেন। এছাড়া দীর্ঘ বিরতির পর শুরু হওয়া শ্রেণি কার্যক্রম শিশুদের মনন ও মেধা বিকাশের জন্য  সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status