দেশ বিদেশ

করোনাকালে ব্যাংকগুলোর মুনাফায় উল্লম্ফন

অর্থনৈতিক রিপোর্টার

৬ আগস্ট ২০২১, শুক্রবার, ৮:৪৭ অপরাহ্ন

মহামারি করোনাভাইরাসের কারণে বিনিয়োগে স্থবিরতা ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও দেশের বেশির ভাগ ব্যাংকগুলো মুনাফায় উল্লম্ফন হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির মধ্যে খরচ কমানো এবং বিতরণ করা ঋণ আদায়ে জোর দেয়ায় মুনাফা বাড়ছে। এ ছাড়া প্রভিশনে ছাড় দেয়া ব্যাংকের মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে বলেও জানিয়েছেন তারা। তবে মহামারির মধ্যে ব্যাংকগুলোর এ মুনাফা বৃদ্ধির চিত্র নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মহামারির মধ্যে ব্যাংকগুলো মুনাফার যে প্রবৃদ্ধি দেখাচ্ছে, তা যুক্তিসঙ্গত নয়।
নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক চিত্র প্রকাশ করতে হয়। তারই আলোকে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৮টি ব্যাংক চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলো চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক অবস্থাও তুলে ধরেছে। কয়েকটি ব্যাংক আর্থিক তথ্য এখনো প্রকাশ করেনি।
ব্যাংকগুলোর আর্থিক চিত্র পর্যালোচনায় দেখা গেছে, ২৮টি ব্যাংকের মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে ২৪টি গত বছরের তুলনায় বেশি মুনাফা করেছে। এরমধ্যে বেশ কয়েকটি ব্যাংকের মুনাফা বেড়ে দ্বিগুণ হয়েছে। এমনকি একাধিক ব্যাংকের মুনাফা বেড়ে প্রায় চারগুণ হওয়ার ঘটনাও ঘটেছে।
আইসিবি ইসলামী ব্যাংক বরাবরের মতো চলতি বছরের প্রথম ছয় মাসেও লোকসান করেছে। চলতি বছরের ছয় মাসে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৩২ পয়সা। গত বছরও এ ব্যাংকটি শেয়ারপ্রতি ৩২ পয়সা লোকসান করে।
প্রতিবেদনে দেখা গছে, চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায় সব থেকে বড় চমক দেখিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের তুলনায় ২৮৩ শতাংশ বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মাত্র ৬ পয়সা মুনাফা করা ব্যাংকটি চলতি বছর শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৩ পয়সা।
মুনাফায় বড় চমক দেখানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। চলতি বছরের ছয় মাসে এ প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৮১ পয়সা, যা গত বছর ছিল ৫৫ পয়সা। অর্থাৎ মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২২৯ শতাংশ।
এদিকে শুধু স্ট্যান্ডার্ড ব্যাংক ও প্রাইম ব্যাংক নয়, চলতি বছরের প্রথম ছয় মাসে চমক দেখিয়েছে তালিকাভুক্ত বেশির ভাগ ব্যাংক। এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় ১০০ শতাংশের ওপর বেড়েছে।
এরমধ্যে ব্র্যাক ব্যাংক চলতি বছরের ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৮৫ পয়সা, যা গত বছর ছিল ৮৪ পয়সা। অর্থাৎ ব্যাংকটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১২০ শতাংশ। সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১০৬ শতাংশ। গত বছর শেয়ারপ্রতি এক টাকা মুনাফা করা ব্যাংকটি এবার শেয়ারপ্রতি ২ টাকা ৬ পয়সা মুনাফা করেছে।
মার্কেন্টাইল ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ২ টাকা ২ পয়সা, যা গত বছর ছিল ৯৭ পয়সা। এ হিসাবে প্রতিষ্ঠানটির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১০৮ শতাংশ। এনআরবিসি ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ১২৭ শতাংশ। চলতি বছরের ছয় মাসে ব্যাংকটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ১১ পয়সা, যা গত বছর ছিল ৪৯ পয়সা।
এবি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ১৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩১ পয়সা। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৮৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১৬ পয়সা হয়েছে। ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৩ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৫৭ পয়সা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ১ টাকা ৬৫ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৬ পয়সা হয়েছে। এ ছাড়া আইএফআইসি ব্যাংকের ৫১ পয়সা থেকে বেড়ে ৯১ পয়সা, ইসলামী ব্যাংকের ১ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৮ পয়সা, যমুনা ব্যাংকের ২ টাকা ৭ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৪ পয়সা, এনসিসি ব্যাংকের ১ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪৩ পয়সা, ওয়ান ব্যাংকের ৯৩ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৪৬ পয়সা, প্রিমিয়ার ব্যাংকের ৯০ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৫৮ পয়সা শেয়ারপ্রতি মুনাফা হয়েছে।
পূবালী ব্যাংকের ১ টাকা ৪৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৮০ পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংকের ১ টাকা থেকে বেড়ে ১ টাকা ৭২ পয়সা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪৮ পয়সা থেকে বেড়ে ৫৫ পয়সা, সাউথইস্ট ব্যাংকের ১ টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৬ পয়সা, ট্রাস্ট ব্যাংকের ২ টাকা থেকে বেড়ে ২ টাকা ৪২ পয়সা, ইউসিবি’র ৭২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ২ পয়সা এবং উত্তরা ব্যাংকের ১ টাকা ৪৪ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৭৯ পয়সা শেয়ারপ্রতি মুনাফা হয়েছে। এদিকে বেশির ভাগ ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি হলেও এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় কমেছে। এরমধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক চলতি বছরের ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৮ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৩৪ পয়সা। এক্সিম ব্যাংক চলতি বছরের ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৮৯ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চলতি বছরের ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮২ পয়সা।
এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও ইবিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার বলেন, ‘মহামারির এ পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাড়েনি, খুব একটা মুনাফা করতে পারিনি। আমরা খরচ কমিয়েছি এবং কালেকশনের (ঋণ আদায়) ওপর অনেক বেশি জোর দিয়েছি। সে কারণে মুনাফা বেড়েছে।’
ব্যাংকগুলোর মুনাফার এমন প্রবৃদ্ধির বিষয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের মুনাফায় এমন প্রবৃদ্ধি হওয়া খুবই সম্ভব। কারণ যে টাকা এখন পাচ্ছে না, সে টাকা তারা (ব্যাংক) ইনকাম হিসেবে দেখাচ্ছে। গ্রাহক সুদের টাকা না দিলেও ব্যাংক ওই টাকা পেয়েছে বলে দেখিয়েছে। আবার তাদের (ব্যাংক) প্রভিশন করতে হয়নি, কারণ বাংলাদেশ ব্যাংক বলেছে প্রভিশন করতে হবে না। তারা একদিকে টাকা পায়নি, অন্যদিকে প্রভিশন করেনি, ফলে তাদের মুনাফা বেড়ে গেছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status