বাংলারজমিন

ভুয়া ভাউচার বানিয়ে শ্রমিকদের টাকা তুলে নিলেন ইউপি সদস্য

আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ থেকে

৬ আগস্ট ২০২১, শুক্রবার, ৮:২৯ অপরাহ্ন

 ঝিনাইদহে কর্মসৃজন প্রকল্পের কাজ যেনতেনভাবে করে অ্যাকাউন্ট বাদেই  শ্রমিকদের টাকা তুলে নেয়ার অভিযোগ উঠেছে কুমরাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেনের বিরুদ্ধে। ওই টাকা ভাগাভাগি নিয়ে কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৭ জন মেম্বারের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। টাকার ভাগ না দেয়ায় নগরবাথান বাজারে তাকে আটক করে একবার শারীরিকভাবে নাজেহালও করা হয়েছে বলে জানা গেছে।
কুমরাবাড়িয়া ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইউপি মেম্বার অভিযোগ করে বলেন, কালীতলা থেকে ধোপাবিলা গ্রামের রাস্তার কাজের জন্য প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। চল্লিশ দিনের কর্মসৃজন প্রকল্পে রাস্তাটি অন্তর্ভুক্ত ছিল। ৬ ইউপি মেম্বার মিলে আমজাদকে এই প্রকল্পের সভাপতি করেন। কথা ছিল ৬০ হাজার টাকার মধ্যে প্রকল্পের যাবতীয় কাজ সারতে হবে। বাকি টাকার মধ্যে ইউনিয়নের সচিব, পিআইও অফিস ও ট্যাগ অফিসারের হিস্যা বুঝিয়ে দিয়ে বাদ বাকি টাকা ৭ মেম্বারের মধ্যে ভাগ হবে। কিন্তু প্রকল্প সভাপতি আমজাদ হোসেন উক্ত টাকা হলিধানী কৃষি ব্যাংক থেকে একাই তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।
ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার কলিম উদ্দীন জানান, কাজের হিসাব না দিয়ে আমজাদ হোসেন এখন তাদের সঙ্গে আর যোগাযোগ রাখছেন না। শ্রমিকদের অ্যাকাউন্ট ব্যতীত কিভাবে প্রকল্পের টাকা প্রকল্প সভাপতি উত্তোলন করলেন গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে জবাবে হলিধানী কৃষি ব্যাংকের ম্যানেজার ফারহানা বিলকিস জানান, আগে থেকেই এমন নিয়মে টাকা উঠে আসছে। বিষয়টি আমি বুঝতে না পেরে টাকা দিয়ে দিয়েছি। খোঁজখবর ও আইন না জেনে এমনভাবে টাকা দেয়া ঠিক হয়নি বলেও ম্যানেজার জানান।
বিষয়টি নিয়ে কুমরাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, কর্মসৃজন প্রকল্পের টাকা এভাবে উত্তোলন আইন বহির্ভূত। মেম্বারদের এমন নীতি বিরোধী কাজকর্মে ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন চেয়ারম্যান।
ঝিনাইদহ পিআইও অফিসের প্রকৌশলী হাসিবুর রহমান জানান, ইউনিয়নের সচিব, পিআইও অফিস ও ট্যাগ অফিসারের হিস্যা বলতে তারা কি বোঝাতে চেয়েছেন তা আমি জানি না। তবে এই প্রকল্প থেকে কোনো টাকা নেয়া হয়নি। এটা শ্রমিকদের টাকা। তিনি প্রশ্ন তুলে বলেন, শ্রমিকদের অ্যাকাউন্ট ছাড়া ব্যাংক ম্যানেজার কিভাবে সব টাকা দিয়ে দিলেন?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status