বাংলারজমিন

রামেক’র করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

৬ আগস্ট ২০২১, শুক্রবার, ৮:২৬ অপরাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ৬ জনসহ নতুন করে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে ৮ জন এবং করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় তিনজন মারা গেছেন। গত বুধবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাই নবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৮ জন নারী। যাদের ৯ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে দুইজন ও ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুইজন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন। গতকাল সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮৮ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১২৬ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৭ জন।
হাসপাতাল পরিচালক জানান, গত বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ১০ শতাংশ কমে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status