বাংলারজমিন

রূপগঞ্জে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৬ জুলাই ২০২১, সোমবার, ৮:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা রোগীদের জন্য সরবরাহকৃত একটি অক্সিজেন উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় আনসার সদস্যদের বিরুদ্ধে কারখানার শ্রমিকদের মারধর করা হয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা উৎপাদন কাজ বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ করেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার একে অক্সিজেন কারখানায় এ ঘটনা ঘটে। জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে উপজেলার বরপা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রমিকরা সেখানে করোনা হাসপাতালে সরবরাহের জন্য অক্সিজেন উৎপাদনের কথা জানালেও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই আনসার বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া করেন। কয়েকজন শ্রমিককে তারা মারধরও করেন। মারধরে নজরুল ইসলাম নামে এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। তখন ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে দ্রুত চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করলে প্রায় ৬ ঘণ্টা অক্সিজেন উৎপাদন বন্ধ থাকে। পরে খবর পেয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের ইনচার্জ হুমায়ন কবির বলেন, ভুল বুঝে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় আনসার সদস্যরা শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে রাখে। তবে প্রশাসন দুঃখ প্রকাশ করলে তারা আবার কাজে যোগ দেয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম বলেন, স্থানীয় লোক মারফত আমরা জানতে পারি বরপা এরাকায় একে অক্সিজেন লি: নামের একটি কারখানায় অক্সিজেনের পাশাপাশি লোহার রড উৎপাদনের কাজ চলছে। তাই আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। আমাদের দেখে শ্রমিকরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কারাখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অক্সিজেন উৎপাদনের বিষয়টি জানতে পেরে আমরা সেখান থেকে চলে আসি। আনসার সদস্যরা কোনো শ্রমিককে মারধর করেনি। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্‌ নুসরাত জাহান বলেন, লকডাউন বাস্তবায়নের লক্ষ্যেই এসিল্যান্ড বিভিন্ন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এটা উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের অংশ। তবে এসিল্যান্ড সেখানে গিয়ে অক্সিজেন উৎপাদনের কথা জানতে পেরে চলে আসেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status