বাংলারজমিন

জাপা’র দুর্গে বিক্ষুব্ধ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৬ জুলাই ২০২১, শুক্রবার, ৯:৩১ অপরাহ্ন

ভাঙ্গা-গড়ার খেলায় জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুরে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নেতাকর্মীরা। কেন্দ্রে যারা এ খেলায় মেতে উঠেছেন তাদেরকে রংপুরে ঢুকতে দেয়া হবে না বলে স্থানীয় নেতাকর্মীরা অভিমত ব্যক্ত করেন। একে তো দলের অবস্থা টালমাটাল হয়ে পড়েছে, তার ওপর শুরু হয়েছে নতুন খেলা। এক সময়ের জাতীয় পার্টির শামসুল, হামিদুল, খুরিশদ আলমসহ ত্যাগী কর্মীরা বলেন, ১৯৯১ সালের দিকের জাতীয় পার্টি রংপুরে যে অবস্থা ছিল আজ তার তুলনায় বিলীন হতে চলেছে। দলের কোনো কার্যক্রম নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কতিপয় নেতারা পোস্টার-ব্যানারের মাধ্যমে স্মরণ করেছেন দলের চেয়ারম্যানকে। রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলে যতই নাটক হোক না কেন, গঠনতন্ত্র মোতাবেক কাউন্সিলের মাধ্যমে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান। আমরা তার নির্দেশনার বাইরে চিন্তা করতে পারি না। রংপুরের নেতাকর্মীরা সাবেক চেয়ারম্যান এরশাদের ছোট ভাই জিএম কাদেরের নেতৃত্বেই থাকবে। এখানে কারো নেতৃত্ব আমরা মানবো না। সেই সঙ্গে যারা তার বিরোধিতা করবে, তাদের দলের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এদিকে অন্যান্য নেতাকর্মী বলেন, যে সকল শীর্ষ নেতা কেন্দ্রে রয়েছেন তারা বোঝেন না দলের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। এক সময় বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ২১টি জাতীয় পার্টির দখলে ছিল। বর্তমানে সেই সংখ্যা ৭-এ এসে দাঁড়িয়েছে। এছাড়া এ অঞ্চলে শুধুমাত্র রংপুর সিটি করপোরেশনের মেয়র জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। বাকি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব নেই। আগামীতে এ অবস্থাও থাকবে কিনা সন্দেহ। দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সরকারে না বিরোধী দলে, সাধারণ মানুষকে এর উত্তর দিতে পারি না। তার ওপর কেন্দ্রে নতুন কমিটি ঘোষণায় আমরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি। জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, রওশন এরশাদ, বিদিশাসহ যাদেরকে নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে তা হাস্যকর, অগণতান্ত্রিক ও অযৌক্তিক। জাতীয় পার্টির নেতাকর্মীরা এর দাঁতভাঙ্গা জবাব দেবেন। রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রপতি এরশাদকে রংপুরবাসী ১৯৯৬ সালে ষড়যন্ত্র থেকে মুক্ত করেছে। জাতীয় পার্টি ও এরশাদকে নিয়ে যতবার ষড়যন্ত্র হয়েছে, রংপুরবাসী তা প্রতিহত করেছে। একইভাবে আবার কোনো ষড়যন্ত্র আমরা রংপুরবাসী মেনে নেবো না।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status