বাংলারজমিন

গাজীপুরে ১১২ মামলায় প্রায় দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২৫ জুন ২০২১, শুক্রবার, ৯:২৬ অপরাহ্ন

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের তৃতীয় দিনে গাজীপুরের সড়ক-মহাসড়কে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও নানা ধরনের হালকা যানবাহনে লোকজনের অবাধ যাতায়াত রয়েছে। দোকানপাট খোলা রাখা হচ্ছে অনেক স্থানে। শিল্প-কলকারখানা, ব্যাংক-বীমাসহ নানা ধরনের কর্মমুখী প্রতিষ্ঠান খোলা রাখায় লকডাউন তেমন কার্যকর হচ্ছে না। দূর-দূরান্তের অনেক জেলার লোকজন ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে গাজীপুর আসছেন। এমনকি রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় চলে যাচ্ছেন সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশাসহ নানা ধরনের যানবাহনের মাধ্যমে। কোথাও কোথাও ভেঙে ভেঙে এসব বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে চলার ক্ষেত্রে করোনার ঝুঁকি ও ভোগান্তি বেড়েছে বলেই মনে করছেন তারা।
যদিও লকডাউন বাস্তবায়নে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে জেলা প্রশাসনের জোরালো তৎপর রয়েছে। গতকাল জেলাজুড়ে ১৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১২টি মামলা দায়ের ও প্রায় ১ লাখ ৪৪,৫০০ টাকা জরিমানা করেছে। এদিকে গত বুধবার জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে ২৫ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে এই জেলায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯৬ জন। নতুন করে মারা গেছে একজন। আর মোট মৃতের সংখ্যা হলো ২২৭ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status