বাংলারজমিন

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে রেকর্ড, আরও ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৮ জুন ২০২১, শুক্রবার, ৯:৩৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে নতুন রেকর্ড করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আজ পর্যন্ত একদিনের সর্বোচ্চ শনাক্ত। শতাংশের হিসাবে ৪৬ দশমিক ০৯। এদিন জেলাতে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনই দামুড়হুদা উপজেলার। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২ হাজার ৪০৪ জন। মোট মৃত্যু হলো ৭৪ জনের।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে চুয়াডাঙ্গায় ১২৮ জনের করোনা পরীক্ষার ফল আসে। এরমধ্যে ৫৯ জনের পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৯ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন, জীবননগর উপজেলার ৮ জন এবং আলমডাঙ্গা উপজেলার ৪ জন।
বর্তমানে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪০১ জন। এরমধ্যে দামুড়হুদা উপজেলার ১৬২ জন, সদর উপজেলার ১২১ জন, জীবননগর উপজেলার ৮১ জন এবং আলমডাঙ্গা উপজেলার ২৭ জন রয়েছেন।
দামুড়হুদা উপজেলার করোনা আক্রান্ত ১৬২ জনের মধ্যে ১৪৮ জন বাড়িতে এবং ১২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সদর উপজেলার ১২১ জনের মধ্যে ১০৩ জন বাড়িতে এবং ১৭ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। জীবননগর উপজেলার ৮১ জনের মধ্যে ৮০ জন বাড়িতে এবং একজন হাসপাতালে আইসোলেশনে আছেন। আলমডাঙ্গা উপজেলার ২৭ জনের মধ্যে ২০ জন বাড়িতে এবং ৬ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত বুধবার আসা রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গায় এটি একদিনের সর্বোচ্চ শনাক্ত। জেলার বর্তমান স্বাস্থ্যসেবার সক্ষমতা বিষয়ে তিনি বলেন, জেলায় প্রয়োজনীয় সংখ্যাক সেবিকা এবং ওষুধ মজুত আছে। অঙিজেনেরও ঘাটতি নেই।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status