বাংলারজমিন

রমেকে দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

১৬ জুন ২০২১, বুধবার, ৯:০০ অপরাহ্ন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাসেদ আলম। এর প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সাদুল্লাপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার শেরপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তার দুই ছেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদ আলম ১১ই জুন রাতে রমেকের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় ওয়ার্ডের দায়িত্বরতরা নির্ধারিত ফি ৩০ টাকার স্থলে ১০০ টাকা দাবি করেন। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দুই শিক্ষার্থী অতিরিক্ত টাকার রশিদ চাইলে হাসপাতালের স্টাফ ও দালালরা তাদেরকে বেধড়ক মারধর করেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণ, দালাল ও দুর্নীতিমুক্ত হাসপাতালের দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status